অধিনায়ক হলেন সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র
ভারত ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড ‘এ’। ভারতের সেই দলের অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে। ১৬ জনের যে দল ঘোষণা করা হয়েছে সেই দলে রয়েছেন বাংলার দুই ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরন এবং শাহবাজ আহমেদ সুযোগ পেয়েছেন ভারত ‘এ’ দলে।
ভারত ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টের সিরিজও খেলছেন অভিমন্যু। শতরানও করেছেন বাংলার অধিনায়ক। সেই দলে রয়েছেন বাংলার মুকেশ কুমারও। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেন তিনি। এক দিনের সিরিজে রাখা হয়নি মুকেশকে। সেই দলে সুযোগ পেয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। সঞ্জু স্যামসনের এই দলে রয়েছেন ভারতীয় দলে খেলা পৃথ্বী শ, শার্দূল ঠাকুর, নবদীপ সাইনি, উমরান মালিক, রুতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের রাজ অঙ্গদ বাওয়াকেও নেওয়া হয়েছে এই দলে। উইকেটরক্ষক হিসাবে সুযোগ পেয়েছেন শ্রীকর ভরত।
২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই বেসরকারি এক দিনের সিরিজ। তিন ম্যাচের এই সিরিজ হবে চেন্নাইতে। সেখানেই তিনটি ম্যাচ হবে। আইপিএলে ভাল খেলা রজত পটীদার, তিলক বর্মা, কুলদীপ সেনদের সুযোগ দেওয়া হয়েছে ভারত ‘এ’ দলে।
ভারত ‘এ’ দল: সঞ্জু স্যামসন (অধিনায়ক), পৃথ্বী শ, অভিমন্যু ঈশ্বরন, রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী, রজত পটীদার, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ, রাহুল চহার, তিলক বর্মা, কুলদীপ সেন, শার্দূল ঠাকুর, উমরান মালিক, নবদীপ সাইনি এবং রাজ অঙ্গদ বাওয়া।