মিনু মানি। — ফাইল চিত্র।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ে ভারতের মহিলা দলের হয়ে অভিষেক হয়েছে কেরলের ক্রিকেটার মিনু মানির। তাঁকে সম্মান জানাল কেরল সরকার। ওয়েনাড জেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাম রাখা হল এই ক্রিকেটারের নামে। মাইসুরু রোড জংশন এ বার থেকে পরিচিত হবে ‘মিনু মানি’ জংশন নামে। তাঁকে সম্মান জানিয়েছে মানতাবাড়ি পুরসভাও।
মানতাবাড়িতেই মিনুর বাড়ি। নিজের বাড়ি যাওয়ার পথে গাড়ি চলার মতো রাস্তাও নেই। সেই এলাকারই ক্রিকেটারের নামে একটি রাস্তার নামকরণ হল। স্বাভাবিক ভাবেই আপ্লুত মিনু। কেরলের এক ওয়েবসাইটে বলেছেন, “সত্যিই এমন কিছু প্রত্যাশা করিনি। আমি উত্তেজিত।”
মিনুকে সম্মান জানানোর জন্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল পুরসভার তরফে। সেখানেই মিনুর বাড়ি যাওয়ার রাস্তা সংস্কার হবে বলে ঠিক করা হয়েছে। সেই রাস্তা দিয়ে যাতে গাড়ি যেতে পারে তার ব্যবস্থা করা হবে। মানতাবাড়ির বিধায়ক ওআর কেলু জানিয়েছেন, পুরসভার রাস্তা থেকে ২০০ মিটার দূরে নতুন রাস্তাটি তৈরি হবে। মিনুর পরিবারের এতটাও আর্থিক সামর্থ্য নেই যে তারা নিজেরা রাস্তা তৈরি করবে। তাই সরকারের তরফেই রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে।
বিধায়ক আরও জানিয়েছে, খুব দ্রুত রাস্তাটি তৈরি করা হবে। গত ১৪ জুলাই একটি বৈঠকে রাস্তার নাম মিনুর নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরসভার চেয়ারপার্সন সিকে রত্নাবলী এই সিদ্ধান্ত নিয়েছেন। মিনুকে সম্মান জানানোর জন্যে আরও অনেক কিছু ভাবা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় মিনুর। শামিমা সুলতানাকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পান তিনি। বাকি দু’টি ম্যাচে দু’টি করে উইকেট পেয়েছেন। তিন ম্যাচে পাঁচ উইকেট সংগ্রহ করেছেন তিনি।