বিশ্বচ্যম্পিয়ন হওয়ার পর টেলর নিব। ছবি: ইনস্টাগ্রাম।
টি১০০ ট্রায়াথলনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে এ বার থেকেই। সেখানে নাম দিয়েছিলেন আমেরিকার টেলর নিব। জিতলেন তিনিই। বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থেকে জিতলেন টেলর। কিন্তু ২৬ বছরের সেই মহিলা অ্যাথলিট তাঁর ছবি তুলতে বারণ করেছিলেন চিত্রগ্রাহকদের। কেন?
ট্রায়াথলনে অ্যাথলিটদের সাঁতার কাটা, সাইকেল চালানো এবং দৌড়নো থাকে। নিব প্রতিযোগিতা চলাকালীন মলত্যাগ করে ফেলেন। সাঁতার কাটা, সাইকেল চালানো, দৌড়ের মাঝে ট্রায়াথলনে এমন ঘটনা খুব অবাক করে দেওয়ার মতো নয়। তবে নিব এমন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে দৌড় শেষ করেন এবং প্রতিযোগিতা জিতে নেন। ১৮ কিলোমিটার দৌড়ের মাঝে তিনি এক চিত্রগ্রাহককে বলেন, “আমি মলত্যাগ করে ফেলেছি। দয়া করে আমার ছবি পিছন দিক থেকে তুলবেন না।” কথা রাখেন সেই চিত্রগ্রাহক। তিনি নিবের ছবি আর পিছন থেকে তোলেননি। তবে নিবের ছবি তুলতে বারণ করার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দুবাইয়ে হয় ট্রায়াথলন প্রতিযোগিতাটি। সেখানে ২ কিলোমিটার সাঁতার কাটার পর একটু পিছিয়ে পড়েছিলেন নিব। বাকিরা তাঁকে প্রায় ধরে ফেলেছিল। কিন্তু দৌড়ের সময় নিব বাকিদের থেকে অন্তত দু’মিনিট আগে ফিনিশিং লাইনে পৌঁছে যান। ৮০ কিলোমিটার সাইকেল চালানোর সময়ই বাকিদের চেয়ে এগিয়ে গিয়েছিলেন তিনি।