Arjun Tendulkar

প্রথমবার মুম্বই দলে সচিনপুত্র, খেলবেন মুস্তাক আলি ট্রফিতে

বয়স ভিত্তিক বিভাগে খেললেও মুম্বইয়ের সিনিয়র দলে এই প্রথমবার সুযোগ পেলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৭:৪৫
Share:

মুম্বই দলে সুযোগ পেলেন অর্জুন। ছবি: সোশ্যাল মিডিয়া

মুম্বইয়ের ২২ জনের দলে সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর। সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দল ঘোষণা করল মুম্বই। সেই দলে রয়েছেন বাঁহাতি মিডিয়াম পেসার অর্জুন।

Advertisement

২২ জনের যে দল মুম্বই ঘোষণা করেছে তার অধিনায়ক করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা সূর্যকুমার যাদবকে। আইপিএলে দারুণ ফর্মে থাকা সূর্যকুমারের মুম্বই দলের হয়েই প্রথমবারের জন্য সুযোগ পেলেন অর্জুন। বয়স ভিত্তিক বিভাগে খেললেও মুম্বইয়ের সিনিয়র দলে এই প্রথমবার সুযোগ পেলেন তিনি।

বিসিসিআই প্রথমে জানিয়েছিল ২০ জনের দল করা যাবে সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য। মুম্বই বোর্ডের এক কর্তা বলেন, “প্রথমে ২০ জনের দল বললেও পরে ২২ জনের দল করার অনুমতি দিয়েছে বিসিসিআই। সেই অনুযায়ী ২২ জনের দল ঘোষণা করা হল।”

Advertisement

আরও পড়ুন: রায়নার কোনও আফসোস নেই আইপিএল না খেলার জন্য

আরও পড়ুন: ১০০ শতাংশ সুস্থ নন, তবু মাঠে নামতে মরিয়া ওয়ার্নার​

অর্জুন ছাড়াও দলে নেওয়া হয়েছে পেসার ক্রুতিক হানাগাবাদিকেও। ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement