নিউজিল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম বার শীর্ষে নিউজিল্যান্ড

বুধবার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০১ রানে হারানোর পরেই এই কৃতিত্ব অর্জন করে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৭:৪৮
Share:

এখন মুখে শুধুই হাসি ট্রেন্ট বোল্টদের। ফাইল ছবি

ট্রান্স-তাসমান প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেল নিউজিল্যান্ড। তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার। বুধবার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০১ রানে হারানোর পরেই এই কৃতিত্ব অর্জন করে তারা।

Advertisement

এটা কিউয়িদের চলতি বছরে টানা প়ঞ্চম টেস্ট জয়। বছরের শুরুতে ভারতকেও ২-০ হারিয়েছিল নিউজিল্যান্ড। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকেও দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। তখনই তাদের সামনে এক নম্বরে ওঠার সুযোগ চলে এসেছিল। তবে সামান্য কিছু ব্যবধানের জন্য টপকানো হয়নি।

এখন নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৭। মেলবোর্নে ভারতের কাছে দ্বিতীয় টেস্টে হারায় অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট কমেছে। সেই সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়েছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল। র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দু’দলের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে।

Advertisement

আরও খবর: লাল বলই বেশি পছন্দের, জানিয়ে দিলেন কামিন্স

আরও খবর: ফিরলেন ওয়ার্নার, পুকোভস্কি, শক্তি বাড়াল অস্ট্রেলিয়া

তবে শীর্ষস্থান বজায় রাখতে গেলে নিউজিল্যান্ডকে আগামী ম্যাচে জিততেই হবে। না হলে ফের অস্ট্রেলিয়া উপরে চলে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement