একদিনের ক্রিকেটে দশক সেরা মহিলা দলে সুযোগ পেলেন ঝুলন গোস্বামী। ফাইল ছবি
আইসিসি-র দশকের সেরা মহিলা দলে সুযোগ পেলেন বাংলার ঝুলন গোস্বামী। একই দলে রয়েছেন ভারতকে মহিলা বিশ্বকাপের ফাইনালে তোলা অধিনায়ক মিতালি রাজও।
আইসিসি-র দশকের সেরা টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ভারতের হরমনপ্রীত কৌর এবং পুনম যাদব। দু’দলেই অবশ্য দাপট রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।
মহিলাদের একদিনের ম্যাচে সবথেকে বেশি রান সংগ্রহকারী হলেন মিতালি। ২০৯ ম্যাচে তিনি করেছেন ৬,৮৮৮ রান। অপরদিকে, ১৮২টি একদিনের ম্যাচ খেলে ২২৫টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ঝুলন।
আরও খবর: ওয়ার্নার তৃতীয় টেস্টেও অনিশ্চিত, জানালেন কোচ ল্যাঙ্গার
আরও খবর: কুকুরের ডাকে বন্ধ হল ফুটবল ম্যাচ
টি-টোয়েন্টিতে নিজেকে বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন হরমনপ্রীত। টি-টোয়েন্টিতে ২,১৮৬ রান রয়েছে তাঁর। পুনম বল হাতে ৬৭ ম্যাচে নিয়েছেন ৯৫ উইকেট।
অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং এবং এলিসে পেরি দুটি দলেই সুযোগ পেয়েছেন। একদিনের দলে নিউজিল্যান্ডের সুজি বেটস, ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর এবং আনিসা মহম্মদ, ইংল্যান্ডের সারা টেলর এবং দক্ষিণ আফ্রিকার ডেন ভ্যান নিয়েকার্ক এবং মারিজেন কাপ সুযোগ পেয়েছেন।