Pink Ball Test

একটি নয়, অস্ট্রেলিয়া সফরে দুটো গোলাপি বলের টেস্ট খেলতে পারে ভারত!

সংবাদ সংস্থার খবরে প্রকাশ যে, ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২১ সালে ভারতের বিরুদ্ধে একটি নয়, দু’টি গোলাপি বলের টেস্ট খেলতে চাইছে। যদি তাই হয়, তবে সেই সিরিজ নতুন ইতিহাস গড়বে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ ১৬:১৬
Share:

অস্ট্রেলিয়াতে গোলাপি বলের টেস্টে খেলতে দেখা যাবে ভারতকে? ফাইল চিত্র।

শেষ অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে টেস্ট খেলতে রাজি ছিল না ভারত। পরের বছরের গোড়ায় কি অস্ট্রেলিয়ায় গিয়ে দিনরাতের টেস্ট খেলবে বিরাট কোহালির দল? চর্চা চলছে ক্রিকেটমহলে।

Advertisement

সংবাদ সংস্থার খবরে প্রকাশ যে, ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২১ সালে ভারতের বিরুদ্ধে একটি নয়, দু’টি গোলাপি বলের টেস্ট খেলতে চাইছে। যদি তাই হয়, তবে সেই সিরিজ নতুন ইতিহাস গড়বে। কারণ, এর আগে কোনও সিরিজে দুটো গোলাপি বলের টেস্ট হয়নি।

পরের বছরের গোড়ায় ভারতে একদিনের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সেই সময়ই ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস আসতে পারেন প্রতিনিধি দল নিয়ে। সেই প্রতিনিধি দল দেখা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তাদের সঙ্গে। আলোচনার সূচিতে প্রধানত থাকছে দিন-রাতের টেস্টই। এডিংস বলেছেন, “ভারত সদ্য তাদের প্রথম দিন-রাতের টেস্ট খেলেছে। সহজে জিতেওছে। এটা হয়ত ভারতকে গোলাপি বলের টেস্ট অস্ট্রেলিয়ায় খেলার ব্যাপারে উৎসাহ দেবে। আমার অন্তত কোনও সংশয় নেই যে ভারত একটা গোলাপি বলের টেস্ট খেলতে চাইবে। এমনকি, একটার বেশি গোলাপি বলের টেস্টও খেলতে পারে ওরা। তবে এটা নিয়ে জানুয়ারিতে ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলতে হবে।”

Advertisement

আরও পড়ুন: নিজে ফর্মে নেই, দলে ডিন্ডা বিতর্ক, রঞ্জিতে সফল হবে বাংলা? অধিনায়ক অভিমন্যু বলছেন...

আরও পড়ুন: ফিরছেন কোহালি-জাডেজা-ভুূবি? দেখে নিন আজ কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য চার টেস্টের সিরিজে দুটো গোলাপি বলের টেস্ট খেলার ব্যাপারে সায় নেই। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি সাফ বলেছেন, “ভারত অস্ট্রেলিয়ায় দুটো দিন-রাতের টেস্ট খেলবে কি না, তা নিশ্চিত নয়। চার টেস্টের মধ্যে দুটো গোলাপি বলের টেস্ট বড্ড বেশি হয়ে যাবে। আমরা এটা নিয়ে ভেবে দেখব। এটা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে কোনও কিছু এখনও শুনিনি। ওরা প্রস্তাব দিলে আমরা ভেবে দেখব।”

এর আগে সৌরভ বলেছিলেন যে, প্রত্যেক সিরিজেই ভারতের অন্তত একটা টেস্ট গোলাপি বলে খেলা উচিত। যা আবার অধিনায়ক বিরাট কোহালির মনোভাবের সঙ্গে একসুরে বাজছে না। কোহালি বলেছিলেন, গোলাপি বলে টেস্ট খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। প্র্যাকটিস ম্যাচ খেলা দরকার গোলাপি বলে। বিদেশে গোলাপি বলে টেস্ট তড়িঘড়ি করে খেলা সম্ভব নয় বলেও জানিয়েছিলেন তিনি।

এ দিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন বলেছেন যে, ব্রিসবেনের গাব্বায় ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট গোলাপি বলে খেলতে তিনি উদগ্রীব। সেই চ্যালেঞ্জও দিয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য দেখা যাচ্ছে, একটা দিনরাতের টেস্টেই থামছে না। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে গোলাপি বলে দুটো টেস্ট খেলতে চাইছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement