Cricket

উইকেটের সঙ্গে মানাতেই পারল না ভারতের ব্যাটসম্যানরা, বলছেন ম্যাকমিলান  

ভারতের এমন হতশ্রী হার দেখে বিস্মিত নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রেগ ম্যাকমিলান। ভারতীয় ব্যাটসম্যানদের দুষছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৫
Share:

বেসিন রিজার্ভে ভারতের ভেঙে পড়া দেখে বিস্মিত ম্যাকমিলান। —ফাইল চিত্র।

ঘরের মাঠে ঠিক যেভাবে ব্যাট করেন, নিউজিল্যান্ডেও ঠিক সে ভাবেই খেলতে গিয়েছিলেন ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু ভারতের উইকেট আর স্যর রিচার্ড হ্যাডলির দেশের বাইশ গজ তো এক নয়। তাই বেসিন রিজার্ভে ভরাডুবি ঘটে বিরাট কোহালির দলের।

Advertisement

ভারতের এমন হতশ্রী হার দেখে বিস্মিত নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রেগ ম্যাকমিলান। তিনি বলেছেন, ‘‘ভারতীয়রা এখানে মানিয়ে নেওয়ার চেষ্টাই করেনি। শট নির্বাচনও ঠিকঠাক করেনি। হাঁটুর উপরে যেখানে বল ওঠে না, সেই উইকেটে এই ধরনের শট খেলে বেঁচে যাওয়া যায় কিন্তু নিউজিল্যান্ডে তা সম্ভবই নয়।’’

প্রথম টেস্টের কোনও ইনিংসেই দুশোর বেশি রান করতে পারেনি ভারত। দুই কিউয়ি বোলার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের প্রশংসা করে ম্যাকমিলান বলেছেন, ‘‘দুর্দান্ত পারফরম্যান্স করেছে বোল্ট ও সাউদি। ওদের জিনিয়াস বলতেই হবে। ওয়েলিংটনে ভারত যে ভাবে চার দিনেই ভেঙে পড়ল, এ ভাবে ওদের আগে শেষ হতে দেখিনি।’’

Advertisement

আরও পড়ুন: এশিয়া একাদশে ভারতের ৬ জন, নেতৃত্ব দিতে পারেন কোহালি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত শীর্ষে। ঘরের মাঠে জিতে নিউজিল্যান্ডে খেলতে এসেছিল ‘টিম ইন্ডিয়া’। অন্য দিকে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের বিরুদ্ধে নামে কিউয়িরা। ম্যাকমিলান বলছেন, ‘‘যে দল টানা সাতটি ম্যাচ জিতেছে, তাঁদের বিরুদ্ধে এ রকম বড় ব্যবধানে জয় সত্যিই উল্লেখযোগ্য।’’

আরও পড়ুন: প্রথম টেস্টে ভারত হারল কেন? জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement