IPL 2020

সমস্যা হবে না, আশায় আইপিএল

২৯ মার্চ, ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের আইপিএল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ০৫:৪৪
Share:

ফাইল চিত্র।

আইপিএলেও কি করোনাভাইরাসের প্রভাব পড়তে পারে? এখনও পর্যন্ত এ রকম আশঙ্কা নেই, কিন্তু পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।

Advertisement

২৯ মার্চ, ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের আইপিএল। কিন্তু এই মুহূর্তে করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে দুনিয়া। ক্রীড়াক্ষেত্রে যার প্রভাব পড়েছে ভীষণ ভাবে। অনেক প্রতিযোগিতা বাতিল হয়ে যাচ্ছে। এমনকি টোকিয়ো অলিম্পিক্সও প্রশ্নের মুখে। কিন্তু আইপিএলের কী পরিস্থিতি? মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেলকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত করোনাভাইরাস নিয়ে আইপিএলে সমস্যা নেই। আমরা পুরো ঘটনার উপরে নজর রাখছি।’’

আইপিএল বা আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে চিন্তিত নন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভারতীয় বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, নির্দিষ্ট সূচি অনুযায়ী ভারতে চলে আসছে দক্ষিণ আফ্রিকা। ১২ মার্চ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এই মুহূর্তে করোনাভাইরাসের কারণে প্রায় বিপর্যস্ত আন্তর্জাতিক ক্রীড়া দুনিয়া। চিন-জাপানের মতো প্রভাব পড়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। তবে আইপিএল নিয়ে সমস্যা হবে না বলেই আশা করছেন ভারতীয় বোর্ডের কর্তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement