চর্চায়: এই জন্মদিনের পার্টি থেকে কি সংক্রমিত হলেন বোল্ট? ছবি: ফেসবুক।
বিশ্বের দ্রুততম মানবও এ বার আক্রান্ত হলেন মারণ ভাইরাসে বলে সন্দেহ। কিংবদন্তি স্প্রিন্টার ইউসেইন বোল্টের শরীরেও পাওয়া গিয়েছে কোভিড-১৯ পজিটিভ এমন জল্পনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বোল্ট অবশ্য বলছেন, পরীক্ষার ফলের অপেক্ষায় আছেন।
সোমবার নিজের টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বোল্ট। সেখানে তিনি বলেছেন, “সোশ্যাল মিডিয়া বলছে, আমি করোনায় আক্রান্ত। শনিবার পরীক্ষা করেছি। শারীরিকভাবে সুস্থ রয়েছি। করোনার কোনও লক্ষণ নেই। তবুও এক জন দায়িত্বশীল মানুষ হিসেবে এ সময়ে আমার বন্ধুদের থেকে দূরে, নিভৃতবাসে থাকা উচিত। সেটাই করছি।”
গত শনিবার ছিল বোল্টের ৩৪তম জন্মদিন। সেই উপলক্ষে তিনি একটি পার্টির আয়োজন করেছিলেন। ক্রিস গেল, ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার রাহিম স্টার্লিংয়ের মতো তারকারা সেখানে ছিলেন। বোল্ট ফেসবুক পেজে জন্মদিনের যে ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে সামাজিক দূরত্ব বজায় না রেখে প্রচুর অতিথি নাচগানে মত্ত। তাঁদের সঙ্গে পা মেলান বোল্টও।
আরও পড়ুন: সব দলেই রয়েছে স্থানীয় ক্রিকেটার, শুধু কেকেআরেই কেন ব্রাত্য বাংলা?