Majid Bishkar

প্রিয় কলকাতা নিয়ে উৎকণ্ঠায় মজিদ

মজিদ বললেন, ‘‘গৃহবন্দি হয়ে রয়েছি। নিত্যপ্রয়োজনীয় জিনিস আর ওষুধের দোকান ছাড়া সব বন্ধ।’’

Advertisement

শুভজিৎ মজুমদার

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ০৫:১১
Share:

হতাশ: গৃহবন্দি মজিদের দিন কাটছে হিন্দি গান শুনে। ফাইল চিত্র

করোনাভাইরাস সংক্রমণে তাঁর দেশ ইরানে মৃতের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতেও খোরামশাহরে গৃহবন্দি মজিদ বেশকারের মন পড়ে আছে ভারতে।

Advertisement

রবিবার সকালে যখন যোগাযোগ করা হল মজিদের সঙ্গে, তখন তিনি টেলিভিশনে খবর দেখছিলেন। ফোন ধরেই প্রথম প্রশ্ন, ‘‘ভারতের এখন কী অবস্থা? কলকাতায় কি কেউ আক্রান্ত হয়েছেন? আমার প্রাক্তন সতীর্থেরা সবাই ঠিক আছে তো?’’ যোগ করলেন, ‘‘আসলে ইন্টারনেটে আমি খুব একটা স্বচ্ছন্দ নই। টেলিভিশন আর রেডিয়োর খবরই ভরসা। কিন্তু ভারতের কোনও খবর ইরানে বসে পাওয়া কঠিন। তাই খুব চিন্তায় আছি।’’

করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় এক জনের মৃত্যু হয়েছে শুনে হতাশ ময়দানের বাদশা বললেন, ‘‘এই মৃত্যু মিছিল যে কবে থামবে, কে জানে। সামনের বছর আমার প্রিয় শহর কলকাতায় যাওয়ার ইচ্ছে ছিল। জানি না আদৌ যেতে পারব কি না।’’

Advertisement

ইরানের কী অবস্থা এখন?

মজিদ বললেন, ‘‘গৃহবন্দি হয়ে রয়েছি। নিত্যপ্রয়োজনীয় জিনিস আর ওষুধের দোকান ছাড়া সব বন্ধ।’’ আরও বললেন, ‘‘সামনেই আমাদের নববর্ষ। এই সময়টাতেই ব্যবসায়ীরা লাভ করেন। কিন্তু লকডাউনের জেরে সকলের খুব খারাপ অবস্থা। আমাদের ব্যবসাও বন্ধ।’’

এ দিকে, লকডাউনের অমান্য করে অনেকেই বাড়ির বাইরে বেরোচ্ছেন বলে রীতিমতো উদ্বিগ্ন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সরকারের মুখপাত্র আল রাবিয়েই বলেছেন, ‘‘স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অমান্য করে কিছু মানুষ যে ভাবে এই সময়ে বাইরে বেরোচ্ছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর ফলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা প্রবল।’’ ক্ষুব্ধ মজিদও। বলছিলেন, ‘‘পরিস্থিতি কতটা ভয়াবহ তা সকলেই জানেন। তা সত্ত্বেও কিছু মানুষ নির্বোধের মতো কাজ করছে।’’

আপনি কি একেবারেই বেরোচ্ছেন না বাড়ি থেকে? মজিদ বলছেন, ‘‘খাবার-দাবার, ওষুধ কিনতে তো বেরোতেই হচ্ছে। সরকার আমাদের অফিসও কিছুক্ষণ খোলার অনুমতি দিয়েছে। মাঝেমধ্যে সকালের দিকে অফিস যাচ্ছি। ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসছি।’’ শুধু খবর শুনেই সারা দিন কাটাচ্ছেন? ইস্টবেঙ্গল ও মহমেডানের প্রাক্তন তারকা যোগ করলেন, ‘‘বই পড়ছি, টেলিভিশনে খেলা দেখছি, আর মাঝেমধ্যে হিন্দি গানও শুনছি।’’ হিন্দি গান? হেসে মজিদ বললেন, ‘‘ভারতে থাকার সময়ই আমি হিন্দি গানের ভক্ত হয়ে উঠেছিলাম। মহম্মদ রফি, কিশোর কুমার, লতা মঙ্গেশকরের গান খুব প্রিয় আমার। ভারত ছাড়লেও হিন্দি গান শোনা বন্ধ করিনি। আমার মোবাইলে প্রচুর হিন্দিও গান রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement