Coronavirus Lockdown

নির্বাসনের যন্ত্রণা পৃথ্বী ভোলেননি

দিল্লি ক্যাপিটালসের উদ্যোগেই ইনস্টাগ্রাম লাইভে আসেন পৃথ্বী। তাঁকে প্রশ্ন করা হয়, “নির্বাসনের সময় কী ভাবে নিজেকে সামলেছেন?”

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৫:১৮
Share:

পৃথ্বী।

গত বছর জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নির্বাসিত ছিলেন পৃথ্বী। নিষিদ্ধ ওযুধের উপস্থিতি পাওয়া ‌‌গিয়েছিল তাঁর মূত্র নমুনায়। যে পদার্থ নাকি কাফ সিরাপে পাওয়া যায়। পৃথ্বী বলেছিলেন, ভুলবশত সে কাজ করেছেন। তবুও পাঁচ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। পৃথ্বীর কাছে যা অত্যাচারের মতো ছিল। প্রতি মুহূর্তে যন্ত্রণা অনুভব করতেন তিনি। বুধবার ইনস্টাগ্রামে একটি চ্যাট শো-এ নিজের অনুভূতির কথা তুলে ধরলেন পৃথ্বী।

Advertisement

দিল্লি ক্যাপিটালসের উদ্যোগেই ইনস্টাগ্রাম লাইভে আসেন পৃথ্বী। তাঁকে প্রশ্ন করা হয়, “নির্বাসনের সময় কী ভাবে নিজেকে সামলেছেন?” তরুণ ভারতীয় ওপেনার বলেন, “প্রচণ্ড যন্ত্রণাদায়ক এক অনুভূতি। প্রতি মুহূর্তে কষ্ট পেয়েছি। অত্যাচারের মতো মনে হত।” যোগ করেন, “মন ভাল করতে লন্ডন চলে যাই। সেখানেই ফিটনেসের উপরে জোর দিয়েছিলাম। কোথাও ব্যাট করতে দেওয়া হত না। সেটাই রানের খিদে বাড়াতে সাহায্য করেছে আমাকে।” পৃথ্বীর মনে পড়ে, নির্বাসন ওঠার পরে প্রথম দিন ব্যাট ধরার কথা। বলছিলেন, “নেটে ব্যাট করতে নেমে দেখলাম, একেবারেই ক্রিকেট ভুলিনি। আগের মতোই সাবলীল লাগছিল। নির্বাসন আমাকে শক্তিশালী ও শৃঙ্খলাপরায়ণ করেছে।”

লকডাউনে কী করছেন পৃথ্বী? বলছিলেন, “বাড়িতে শারীরচর্চা করছি। শ্যাডো প্রাক্টিস করতেও ভুলছি না। সেই সঙ্গে বাবাকেও রান্নাঘরে সাহায্য করছি। আমি কিন্তু ডিমের বিভিন্ন পদ খুব ভাল বানাতে পারি।’’

Advertisement

আরও পড়ুন: সেরা নেতা কুম্বলে, মত গম্ভীরের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement