পর্যবেক্ষণে: প্রাক্তন অলিম্পিয়ান নিখিল নন্দী চিকিৎসাধীন। ফাইল চিত্র
হাসপাতালে ভর্তি অলিম্পিয়ান ফুটবলার নিখিল নন্দী। তাঁর করোনা সংক্রমণও ধরা পড়েছে। ৮৯ বছর বয়সি এই প্রাক্তন ফুটবলারের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও রক্তচাপ এখনও কমেনি।
তাঁর পুত্র সমীর নন্দীকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় শরীর অসুস্থ বোধ করায় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন এই প্রাক্তন ফুটবলার। কিন্তু রাত আটটা নাগাদ গোঙানির শব্দ পেয়ে দরজা ভেঙে নিখিলবাবুর ঘরে ঢোকেন ছেলে। সমীরবাবুর কথায়, ‘‘বাবার জ্ঞান ছিল। বলছিলেন, পড়ে গিয়েছেন। মাথা ও নাক ফেটে রক্তপাত হচ্ছিল খুব। স্থানীয় চিকিৎসক দেখানোর পরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করি। তিনিই হাসপাতালে ভর্তির বাকি সব
ব্যবস্থা করেন।’’ জানান, ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল নিখিলবাবুকে। কিন্তু গাড়ি থেকে নামানোয় সমস্যা হচ্ছিল। তাই শেক্সপিয়র সরণির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাতে। পরে সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। করোনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তাঁর পুত্র বলেন, ‘‘ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার
বহন করবে।’’ ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দল চতুর্থ হয়েছিল। সোনালি প্রজন্মের সেই দলের মিডফিল্ডার ছিলেন নিখিল নন্দী। তাঁদের চার ভাই কলকাতা ময়দানে ফুটবল খেলেছেন। তার মধ্যে দু’ভাই অলিম্পিয়ান। নিখিল নন্দীর নেতৃত্বে ইস্টার্ন রেল দলে খেলেছেন প্রয়াত পি কে (প্রদীপ) বন্দ্যোপাধ্যায়ও।