Sourav Ganguly

পঞ্চাশ লক্ষ টাকার চাল দিচ্ছেন সৌরভ

লকডাউনের জন্য যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁদের পাশে এসে দাঁড়াচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ০৫:২৩
Share:

ছবি: সংগৃহীত।

করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সারা দেশ। পিছিয়ে নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সিএবিও। দেশজুড়ে ২১ দিনের লকডাউনের জন্য যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁদের পাশে এসে দাঁড়াচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। পিছিয়ে থাকা মানুষদের জন্য একটি সংস্থার ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করবেন সৌরভ। সরকারি স্কুলে যাঁরা আশ্রয় পেয়েছেন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এ কথা জানিয়েছে সিএবি। পাশাপাশি রাজ্য সরকারকে ২৫ লক্ষ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। ব্যক্তিগত ভাবে পাঁচ লক্ষ টাকা দেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও। তিনি বলেন, “সিএবি চায় দ্রুত এই পরিস্থিতি থেকে রেহাই পাক প্রত্যেকে।’’ অভিষেক আরও বলেন, ‘‘দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা তুলে দিতে চায় সিএবি।” বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল তাঁর তিন মাসের বেতনের পুরোটাই তুলে দিচ্ছেন এই ত্রাণ তহবিলে। সিএবি সচিব সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, “সাধারণ মানুষের বিপদের দিনে পাশে দাঁড়াতে চায় সিএবি।” ইডেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির প্রত্যেক মাঠকর্মী ও কর্মচারীর হাতে মুখাবরণ ও স্যানিটাইজারও তুলে দিয়েছে সিএবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement