সন্ত্রস্ত: সংক্রমণ রুখতে সাস্ক ব্যবহার শুটার মনু ভাকরের।—ছবি টুইটার
মারণ করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপে বদল করা হল দিল্লিতে শুটিং বিশ্বকাপের ক্রীড়াসূচি। যা হবে আগামী মে মাসে। একই সঙ্গে টোকিয়োতে অলিম্পিক্সের বাছাই পর্বের প্রতিযোগিতাও বাতিল হয়েছে।
আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) অনুমোদিত এই বিশ্বকাপ দিল্লির ড. কর্নি সিংহ শুটিং রেঞ্জে হওয়ার কথা ছিল ১৫-২৫ মার্চ। আর অলিম্পিক্সের বাছাই পর্বের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ১৬ এপ্রিল। কিন্তু ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপে শুটিং বিশ্বকাপ হবে দু’টি পর্বে। শুক্রবার আইএসএসএফ এক বিবৃতিতে বলে, ‘‘পরিবর্তিত পরিস্থিতিতে শুটিং বিশ্বকাপ হবে দু’টি পর্বে। রাইফেল ও পিস্তল বিভাগের ইভেন্ট হবে ৫-১২ মে। শটগান ইভেন্ট হবে ২-৯ জুন।’’
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার এ দেশে আগত প্রতিযোগী ও পর্যটকদের উপরে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। মারণ এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে হঠাৎ অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ায় আইএসএসএফ আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে অনুরোধ করে টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতামান পর্বের সময়সীমা আরও বাড়াতে। যার ফলে আপাতত বিশ্বকাপের সময় ও সূচি পরিবর্তনের এই সিদ্ধান্ত।
আইএসএসএফ বিবৃতিতে আরও বলেছে, ‘‘আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সবুজ সঙ্কেতের ফলে মিউনিখ ও বাকুর শুটিং বিশ্বকাপ ও অলিম্পিক্স বাছাই পর্বের প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে। মাথায় রাখতে হবে বাছাই পর্বে কারা প্রতিনিধিত্ব করবেন, তা ৩১ মে-র মধ্যে ঠিক করতে হবে।’’
আশাবাদী গোপী: টোকিয়ো অলিম্পিক্স ঠিক সময়েই হবে। মনে করেন ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ পুলেল্লা গোপীচন্দ। তিনি বলছেন, ‘‘অলিম্পিক্স চার বছর পরে আসে। প্রতিযোগীরা প্রস্তুতি নিয়ে যোগ্যতা অর্জন করছে। আশা করি, বিপদ কাটবে। ঠিক সময়ে হবে অলিম্পিক্স।’’