Cricket

নীল নয়, খাকি পোশাকে ভারতীয় দল, দেখুন তো সবাইকে চিনতে পারছেন কি না

এই থমথমে পরিবেশে সাধারণ মানুষ যখন ঘরবন্দি, তখন প্রতি মুহূর্তে পথে নেমে লড়াই করে চলেছেন বেশ কিছু পেশার মানুষ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১০:০৩
Share:

চিনতে পারছেন প্রিয় ক্রিকেটারদের? ছবি: সোশ্যাল মিডিয়া

করোনার প্রভাব না থাকলে আজ এঁদের সবার গায়ে থাকত বিভিন্ন দলের জার্সি। কারও ইয়র্কার বা কারও কভার ড্রাইভে ঘুম উড়ত বিপক্ষের। কিন্তু আজ পরিস্থিতি একেবারেই অন্য রকম। ঘুম উড়ে গিয়েছে সারা পৃথিবীর। থমথমে পরিবেশ। লকডাউন বেড়ে ৩০ এপ্রিল হওয়ায় বোঝাই যাচ্ছে আইপিএল স্থগিত আরও বেশ কিছু দিন। আদৌ হবে কিনা সেটাও প্রশ্ন।

Advertisement

এই থমথমে পরিবেশে সাধারণ মানুষ যখন ঘরবন্দি, তখন প্রতি মুহূর্তে পথে নেমে লড়াই করে চলেছেন বেশ কিছু পেশার মানুষ। মানুষের স্বার্থেই আজ তাঁরা পথে। তাঁদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী বেছে নিয়েছিলেন করতালি। মুম্বই ইন্ডিয়ান্স বেছে নিল একটা কার্টুন।

২০০৮ সালে যেমন ক্রিকেট এবং বলিউড মিশে গিয়েছিল। তেমনই দেখা যাচ্ছে এই ছবিতেও। সচিন, ধোনি, কোহালিদের আঁকা হয়েছে 'সিঙ্ঘম' স্টাইলে। ক্রিকেট মাঠে বা রুপোলি পর্দার হিরোরা নয়, আজকের দিনে সত্যি যাঁরা অন্যতম হিরো, সেই পুলিশকর্মীদের সম্মান জানাতে এমনই অভিনব উদ্যোগ নিল সব চেয়ে বেশি বার আইপিএল বিজয়ী দল।

Advertisement

BIG 💙 and a salute to all the cops! . #OneFamily #TryThisAtHome . regram • @joyalart

A post shared by Mumbai Indians (@mumbaiindians) on

এমন কঠিন পরিস্থিতির মধ্যে একটি ভাল উদ্যোগ। দেখুন তো চিনতে পারেন কিনা আপনার প্রিয় ক্রিকেটারদের।

আরও পড়ুন: কার্তিকের সঙ্গে বোঝাপড়া গড়তে মুখিয়ে মর্গ্যান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement