Cricket

ফাঁকা মাঠে আইপিএল চান ভাজ্জি

করোনা-সংক্রমণের জেরে অতিমারি অবস্থা নিয়ন্ত্রণে এলে তবেই এই প্রতিযোগিতা হওয়া উচিত। কারণ, মানুষের সুস্থতার দিকটাই সবার আগে। মনে করেন হরভজন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০৫:১১
Share:

—ফাইল চিত্র।

চলতি বছরে আইপিএল হওয়া নিয়ে এখনও আশাবাদী ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ। সে ক্ষেত্রে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হলেও কোনও আপত্তি নেই তাঁর। তবে সঙ্গে এ কথাও তিনি জানিয়েছেন, করোনা-সংক্রমণের জেরে অতিমারি অবস্থা নিয়ন্ত্রণে এলে তবেই এই প্রতিযোগিতা হওয়া উচিত। কারণ, মানুষের সুস্থতার দিকটাই সবার আগে।

Advertisement

মঙ্গলবার তিনি বলেন, ‍‘‍‘দর্শকেরা সব সময়েই গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটার হিসেবে অবশ্যই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে পছন্দ করি না আমি। কারণ এতে সেই উৎসাহ বা উদ্দীপনা পাওয়া যায় না। কিন্তু একান্তই যদি ফাঁকা মাঠে খেলতে হয়, আর কী-ই বা করা যাবে? যদি দর্শকহীন স্টেডিয়ামে আইপিএল হয়, তা হলে নিশ্চিত করতে হবে প্রতিটি দর্শক যেন টিভিতে সেই ম্যাচ দেখতে পারেন।’’ অভিজ্ঞ এই ক্রিকেটার সঙ্গে যোগ করেন, ‍‘‍‘এ ক্ষেত্রে আমাদের সব ব্যাপারেই সতর্ক পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে প্রাধান্য দিতে হবে খেলোয়াড়দের। যেখানে খেলা হবে সেই স্টেডিয়াম থেকে হোটেল, উড়ান সব কিছুই যেন জীবাণুমুক্ত থাকে।’’

হরভজন আরও বলেন, ‍‘‍‘আইপিএলে ম্যাচগুলো খেলতে না পারার অভাব অনুভব করছি। আশা করেছিলাম, এ বার ফাইনাল-সহ ১৭টি ম্যাচ খেলব। আশা করছি, আইপিএল দ্রুতই অনুষ্ঠিত হবে।’’

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement