Shahid Afridi

করোনা-যুদ্ধে সাহায্য আফ্রিদির, টুইটারে প্রশংসা হরভজনের

করোনা মোকাবিলায় প্রায় পুরো বিশ্বেই এখন চলছে লকডাউন। ঘরবন্দি সীমান্তের এপার-ওপার। এই পরিস্থিতিতে যাঁদের রুটি-রুজি সঙ্কটে পড়ে গিয়েছে, তাঁদের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ১০:৪৩
Share:

সোশ্যাল মিডিয়ায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে একসুরে হরভজন-আফ্রিদি। —ফাইল চিত্র।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে নামলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংহ। প্রত্যুত্তরে তাঁকে ধন্যবাদ জা‌নিয়েছেন আফ্রিদিও।

Advertisement

করোনা মোকাবিলায় প্রায় পুরো বিশ্বেই এখন চলছে লকডাউন। ঘরবন্দি সীমান্তের এপার-ওপার। এই পরিস্থিতিতে যাঁদের রুটি-রুজি সঙ্কটে পড়ে গিয়েছে, তাঁদের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। গত কয়েক দিন ধরেই নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের দিকে। যা দেখে টুইটারে প্রশংসা করেন হরভজন সিংহ। তিনি লেখেন, “মানবতার দারুণ নিদর্শন। ভগবান আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আফ্রিদি, তোমাকে আরও শক্তি দিন। পুরো বিশ্বের জন্য প্রার্থনা থাকল।”

আরও পড়ুন: দুঃস্থদের পাশে সৌরভ, ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করবেন মহারাজ​

Advertisement

আরও পড়ুন: করোনা-যুদ্ধে এগিয়ে এলেন তামিম-সহ ২৭ বাংলাদেশি ক্রিকেটার​

এর প্রতিক্রিয়া হিসেবে হরভজনের উদ্দেশে আফ্রিদি লেখেন, “মানবতা সবকিছুর ঊর্ধ্বে। তোমার এই কথাগুলোর জন্য ধন্যবাদ। পুরো বিশ্বের এখন একত্রিত হওয়া দরকার। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে গরিবদের পাশে দাঁড়ানো আমাদের সম্মিলিত দায়িত্ব।”

আফ্রিদি কয়েকটা ছবিও পোস্ট করেছেন তাঁর উদ্যোগের। সবাইকে এগিয়ে আসার অনুরোধও করেছেন। পাকিস্তানে করোনার প্রকোপে হাজারের বেশি লোক অসুস্থ। গত এক সপ্তাহে করোনা আক্রান্তদের সংখ্যা তিনগুণ বেড়েছে সে দেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement