chess

Chess World Cup: দাবা বিশ্বকাপে থাবা করোনার, ভারতীয় খেলোয়াড়রা নিরাপদেই

১২ জন ভারতীয় প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছেন। প্রত্যেকে এখনও পর্যন্ত সুস্থ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৬:৪০
Share:

দাবা বিশ্বকাপে করোনার হানা। প্রতীকী ছবি।

এবার দাবা বিশ্বকাপেও করোনার হানা। রাশিয়ার সোচিতে ফিডে বিশ্বকাপ খেলতে গিয়েছেন বিশ্বজুড়ে ৫০ জন মাস্টার্স খেলোয়াড়। তাঁদের মধ্যে অনেকেই আক্রান্ত। কেউ কেউ নামও তুলে নিয়েছেন।

Advertisement

নিয়ম অনুযায়ী, একদিন অন্তর প্রত্যেক খেলোয়াড়ের আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে। প্রতিযোগিতার ষষ্ঠ দিনে দেখা গেল বেশ কিছু নাম প্রত্যাহার। অনেকে ম্যাচ ছাড়তে বাধ্য হলেন।

তবে আশার কথা হল, ভারতীয় খেলোয়াড়রা নিরাপদেই রয়েছেন। ১২ জন ভারতীয় প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছেন। প্রত্যেকে এখনও পর্যন্ত সুস্থ।

Advertisement

খেলতে গিয়েছেন ভারতের পেন্টালা হরিকৃষ্ণ। ফাইল ছবি

বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ানের করোনা ধরা পড়ায় তিনি দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে নামতে পারেননি। শুক্রবার নামই তুলে নেন।

সর্বভারতীয় দাবা সংস্থার সচিব ভরত সিংহ চৌহান বলেছেন, “আমাদের সমস্ত খেলোয়াড় এবং কোচরা নিরাপদে রয়েছে। প্রত্যেককেই টিকা দেওয়া হয়েছে। শুধুমাত্র বয়সের কারণে তিন তরুণকে টিকা দেওয়া হয়নি।

বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানা খেলছিলেন ইন্দোনেশিয়ার সুসান্ত মেগারান্তোর বিরুদ্ধে। কিন্তু মেগারান্তোর রিপোর্ট পজিটিভ আসায় খেলা মাঝপথেই থামিয়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement