IPL 2020

আইপিএল নিয়ে জট বেড়েই চলেছে

বিদেশি ক্রিকেটাররা ভারতে আসার ভিসা পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০৬:৩৯
Share:

ফাইল চিত্র।

আইপিএল কি শেষ পর্যন্ত সুষ্ঠু ভাবে হবে? আইপিএলের ভবিষ্যৎ নিয়ে আবার প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। দিন কয়েক আগে আইপিএল হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বুধবার পরিষ্কার বুঝিয়ে দিলেন, আইপিএল হলে তা হবে শুধু টিভি দর্শকের জন্য। অর্থাৎ, আইপিএলের ম্যাচে মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। কারণ, টিকিট বিক্রির অনুমতি দেওয়া হবে না। ২৯ মার্চ ওয়াংখেড়েতে আইপিএলের প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের।

Advertisement

এর মধ্যে আবার বিদেশি ক্রিকেটাররা ভারতে আসার ভিসা পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যার ফলে প্রশ্ন উঠছে, আইপিএলে খেলতে আসা বিদেশিদের কী হবে? ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত এক কর্তা এ দিন সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। দু’দিন সময় লাগবে।’’

মুম্বইয়ে করোনাভাইরাসে আক্রান্ত দু’জনের সন্ধান পাওয়ার দিনেই আবার এসেছে টোপের ঘোষণা। সাংবাদিকদের তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হয় আইপিএল পিছিয়ে দিতে হবে, না হলে ম্যাচের টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে। টোপে বলেছেন, ‘‘আলোচনার পরে আমরা দেখছি হাতে দুটো বিকল্প আছে। এক, হয় ম্যাচ পিছিয়ে দাও। না হয় টিকিট বিক্রি না করে ম্যাচ করো।’’ টিকিট বিক্রি না করার অর্থ হল, সাধারণ দর্শকরা মাঠে ঢুকতে পারবে না। মহারাষ্ট্র সরকারের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, আইপিএলের টিকিট বিক্রি করা হবে না। কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকে বলছেন, সিদ্ধান্ত নেওয়া হয়েই গিয়েছে। শুধু সরকারি ঘোষণা করা বাকি।

Advertisement

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের আক্রমণে অনেক ক্রীড়া প্রতিযোগিতা বাতিল হয়েছে বা পিছিয়ে গিয়েছে। অনেক খেলা হচ্ছে ফাঁকা স্টেডিয়ামে। আগের দিন কর্নাটক সরকারের পক্ষ থেকেও আইপিএল নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement