হেরে হতাশ মেসি। ছবি রয়টার্স
দুঃসময় যেন কিছুতেই কাটছে না লিয়োনেল মেসিদের। একটা ম্যাচে জয় আসছে, তো পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়ছে দল। কিছুদিন আগেই রিয়াল বেটিসকে হারানোর পর বুধবার কোপা ডেল রে-র সেমিফাইনালে হোঁচট খেল রোনাল্ড কোমানের দল। প্রথম পর্বে সেভিয়ার কাছে বার্সেলোনা হেরে গেল ০-২ ব্যবধানে। এই হারের ফলে ফাইনালে যাওয়া কঠিন হবে মেসিদের।
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার বলা হচ্ছে বাইশ বছরের জুলক কোউন্ডেকে। বার্সেলোনার তিন ডিফেন্ডারকে কাটিয়ে তিনিই এগিয়ে দেন সেভিয়াকে। দ্বিতীয়ার্ধে প্রাক্তন দলের বিরুদ্ধে গোল করেন ইভান রাকিতিচ।
যদিও এখনই হাল ছাড়তে রাজি নন কোমান। ম্যাচের পর বলেছেন, “এই ফল আমাদের পক্ষে কিছুটা অবিচার। ভাল খেলেছি আমরাই। প্রত্যাবর্তন খুব কঠিন, কিন্তু সুযোগ আমাদের কাছে রয়েছে। এই দলের পক্ষে যে কোনও বাধাই অতিক্রম করা সম্ভব।