Copa America

Copa America 2021: সোমবার মধ্যরাতে কোপায় নামছেন মেসি, কাঁপছেন করোনা আতঙ্কে

বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জিতেছেন। তবে দেশের হয়ে এখনও সফল হননি। সেটা মেসি জানেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৮:৪৯
Share:

চিলের বিরুদ্ধে মাঠে নামার আগে কোভিড নিয়ে চিন্তায় মেসি। ফাইল চিত্র

সোমবার ভারতীয় সময় রাত ২:৩০ মিনিটে চিলের বিরুদ্ধে কোপা আমেরিকা অভিযান শুরু করছে আর্জেন্তিনা। এই ম্যাচে নামার আগে করোনা আতঙ্কে কাঁপছেন এল এম টেন। মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে সেটা স্বীকার করে নিয়েছেন আর্জেন্তিনার মহাতারকা।

Advertisement

প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বলিভিয়া, ভেনেজুয়েলা ও কলম্বিয়া শিবিরে করোনা হানা দিয়েছিল। স্বভাবতই চিলের বিরুদ্ধে নামার আগে চিন্তায় মেসি। তিনি বলেন, “কোভিড নিয়ে গোটা দুনিয়া চিন্তিত। সেখানে আমরা কীভাবে বাদ যাই! তাই একটা ভয় তো থেকেই যাচ্ছে। তবুও আমরা যতটা সম্ভব নিজেদের আগলে রাখার চেষ্টা করব। কিন্তু সবকিছু তো আমাদের উপর নির্ভর করে থাকে না।”

বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জিতেছেন। তবে দেশের হয়ে এখনও সফল হননি। সেটা মেসি জানেন। তাই বললেন, “এই রোগ নিয়েই অনেক বছর বেঁচে আছি। আমিও এই রোগ সারিয়ে উঠতে চাই। দেশের হয়ে জীবনের প্রথম ট্রফি জিততে চাই। সেটা এই কোপা দিয়েই শুরু হোক। আমাদের দল পুরো তৈরি। নিজেদের সর্বস্ব উজাড় করে দেব।”

Advertisement

মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৫:৩০ মিনিটে প্যারাগুয়ের মুখোমুখি হবে বলিভিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement