ফাইল চিত্র।
বিতর্কিত পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হল ফর্মে থাকা ব্যাটসম্যান মহম্মদ হাফিজ়কে। বাদ পড়েছেন ওপেনার ফাখার জ়ামানও। তিনি অবশ্য হালফিলে ব্যাটে বিশেষ রান পাচ্ছেন না। শেষ দশ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন মোট ৯৭। পাশাপাশি হাফিজ়ের বাদ পড়াটা বেশ বিস্ময়কর। তিনি শেষ ১২টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০২ রান করেছেন। গড় ১০০.৪০। স্ট্রাইক রেট ১৫৩। তার পরেও হাফিজ়ের বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিম বলেছেন, ‘‘হাফিজ়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে পারে না। কিন্তু ৩ ফেব্রুয়ারি থেকে দলকে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। ও জানায়নি, সেই সময় থাকতে পারবে কি না। তাই এ রকম সিদ্ধান্ত।’’ হাফিজ় আবু ধাবিতে টি-টেন লিগে খেলছেন। যা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। সম্ভবত এই লিগে খেলার জন্যই তিনি জৈব সুরক্ষা বলয়ে থাকার ব্যাপারে কিছু জানাননি। লাহৌরে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি
ম্যাচ খেলবে।
এ দিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড কী ভাবে করোনা প্রতিরোধের টিকা ক্রিকেটারদের দেওয়া যায় তার জন্য একটা নীতি তৈরি করছে। এ’কথা জানিয়েছেন পাক বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়াসিম খান। বলেছেন, ‘‘আমরা যতদূর জানি টেস্টে খেলে এমন কোনও দেশ এখন পর্যন্ত ক্রিকেটারদের টিকা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারেনি। আমাদের বোর্ড কিন্তু বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তাভাবনা করছে। আশা করছি আগামী মাসের মধ্যে এই ব্যাপারে আমরা একটা কিছু চূড়ান্ত করে ফেলব। পাকিস্তানের ক্রিকেটার ও কর্মকর্তাদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা কারাটাই আমাদের লক্ষ্য।’’