রিস্টস্পিনার সামলাতে অনুশীলনই একমাত্র রাস্তা, বলছেন কালিস

সিরিজের একটি ম্যাচ বাকি থাকতেই ৪-১ এগিয়ে গিয়েছে বিরাট কোহালিরা। এই ফলাফলের নেপথ্যে অবশ্যই ভারতের ‘কুলচা’ (কুলদীপ, চহাল) জুটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২২
Share:

দঃ আফ্রিকান ক্রিকেটারদের এই সিরিজ থেকে শিক্ষা নিতে বলছেন কালিস।

ভারতীয় রিস্টস্পিনারদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শুরু থেকেই ব্যর্থ দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরা। বৃহস্পতিবার সে বিষয়ের ময়নাতদন্তে নেমে পড়লেন এ বি ডিভিলিয়ার্সের দেশের কিংবদন্তি অলরাউন্ডার জাক কালিসও। তাঁর মতে, ভারতীয় রিস্টস্পিনারদের সামলানোর মতো অভিজ্ঞ ব্যাটসম্যান নেই দক্ষিণ আফ্রিকার। পাশাপাশি যুজবেন্দ্র চহাল ও কুলদীপ যাদবের মতো প্রতিভাবান বোলারকে ঘরোয়া ক্রিকেটে কখনওই খেলার সুযোগ পান না দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরা।

Advertisement

সিরিজের একটি ম্যাচ বাকি থাকতেই ৪-১ এগিয়ে গিয়েছে বিরাট কোহালিরা। এই ফলাফলের নেপথ্যে অবশ্যই ভারতের ‘কুলচা’ (কুলদীপ, চহাল) জুটি। গত পাঁচ ম্যাচে দু’জনে মিলিয়ে নিয়েছেন ৩০টি উইকেট। যার মধ্যে কুলদীপের শিকার ১৬টি উইকেট। ১৪টি উইকেট প্রাপ্তি চহালের। দক্ষিণ আফ্রিকার পিচে দুই ভারতীয় স্পিনারের সাফল্যের কারণ জিজ্ঞাসা করা হলে কালিস বলেছেন, ‘‘ভাল লেগ ব্রেক বোলারকে বুঝতে গেলে ব্যাটসম্যানকে অনেক সময় দিতে হবে। আমাদের মানতেই হবে যে, আমাদের দেশে ভাল মানের স্পিনারের অভাব রয়েছে। তাই এই সিরিজ থেকেই শিক্ষা নেওয়া উচিত তরুণ ক্রিকেটারদের।’’

এক সময় অনিল কুম্বলে, শেন ওয়ার্নদের বিরুদ্ধে সাবলীল ব্যাট করতেন কালিস। এখন তিনিই মনে করেন যে, রিস্টস্পিনারদের সামলানোর মতো মজবুত টেকনিকের ব্যাটসম্যান নেই এই দলে। কালিস বলেছেন, ‘‘অভিজ্ঞতাই হচ্ছে লেগস্পিন খেলার চাবিকাঠি। রিস্টস্পিনারদের সামলানোর দু’ধরনের পদ্ধতি রয়েছে। যার মধ্যে প্রথমটি হচ্ছে কব্জির মোচড় দেখে বলের দিক নির্ধারণ করা। অথবা পিচে পড়ার পরে কোন দিকে ঘুরবে সেটা অনুমান করা।’’ তিনি আরও বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট খেলতে খেলতেই এর মধ্যে একটা পদ্ধতি উপলব্ধি করতে হবে ব্যাটসম্যানদের।’’ দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের গভীরতা সম্বন্ধে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। বৃহস্পতিবার প্রাক্তন অধিনায়কের কথাই আবার মনে করালেন কালিস। তিনি বললেন, ‘‘এত দিনে স্পষ্ট হয়ে গিয়েছে যে অভিজ্ঞ ক্রিকেটারদের চোট থাকলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে গভীরতা বলে কিছু নেই।’’

Advertisement

আরও পড়ুন: কোহালির সুপার স্লেজিং, ধোনির অস্ত্র হিন্দি

কিংবদন্তি অলরাউন্ডার আরও মনে করেন যে, তিনটি ফর্ম্যাটে খেলার কারণে ভাল অলরাউন্ডার উঠতে সমস্যা হচ্ছে। অতিরিক্ত খেলার কারণেই হয়তো এই সমস্যা দেখা দিচ্ছে। তবে হার্দিক পাণ্ড্যর মধ্যে একজন সফল অলরাউন্ডারের সম্ভাবনা দেখেছেন কালিস। তাঁর বক্তব্য, ‘‘ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে খুব বেশি অলরাউন্ডার চোখে পড়বে না। আর এখন এত খেলা বেড়ে গিয়েছে, তাই তৈরি হওয়ার সময় পাচ্ছে না ক্রিকেটাররা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement