অধীর রঞ্জন চৌধুরি। ফাইল ছবি
বাংলার ভলিবল খেলোয়াড়দের হয়ে এ বার সওয়াল করলেন অধীর রঞ্জন চৌধুরি। রেলের টিকিট নিশ্চিত হয়নি খেলোয়াড়দের। তা নিশ্চিত করার জন্য রেলমন্ত্রী পীযূষ গয়ালের কাছে চিঠি লিখেছেন কংগ্রেসের সাংসদ।
কিছু দিন পরেই ভেলোরে একটি প্রতিযোগিতা খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলার ভলিবল দলের। ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি চলার কথা সেই প্রতিযোগিতা। ২০ তারিখ হাওড়া থেকে ট্রেনে তাঁদের কাটপাড়ি রওনা হওয়ার কথা। কিন্তু বাংলার খেলোয়াড় এবং সদস্য মিলিয়ে ২৯ জনের টিকিট এখনও নিশ্চিত হয়নি।
এর প্রেক্ষিতেই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর লিখেছেন, “বাংলার ভলিবল সংস্থা রাজ্যের একটি জনপ্রিয় ক্রীড়া সংস্থা। বাংলার ভলিবলাররা প্রতিভাবান এবং শক্তিশালী। যদি রেলের টিকিট নিশ্চিত না হওয়ার জন্য তারা অংশগ্রহণের সুযোগ না পায় তাহলে সেটা খুব হতাশাজনক হবে। যদি তাদের জন্য বিশেষ আয়োজন করে যাওয়ার ব্যবস্থা করেন কোনও ভাবে, তাহলে ভাল হয়।”