কবে গ্রেফতার হয়েছেন সুশীল? —ফাইল চিত্র
অবশেষে গ্রেফতার সুশীল কুমার। অলিম্পিক্সে দুটো পদকজয়ী কুস্তিগীরকে রবিবার দিল্লির মুন্ডকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গেলেও দিল্লি পুলিশ জানিয়েছে রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার সংবাদ সংস্থা পিটিআই-কে পুলিশ বলে, “খুনের অভিযোগে ২ বারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারকে দিল্লির মুন্ডকা থেকে গ্রেফতার করা হয়েছে।” ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে সুশীল-সহ বেশ কিছু কুস্তিগীরের মধ্যে মারামারি হয়। সেই মারামারি এতটাই বীভৎস রূপ নেয় যে সাগর রানা নামক ২৩ বছরের এক কুস্তিগীর মারা যান সেখানে। সুশীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। সেই ঘটনার পরেই ফেরার হয়ে যান অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর। তাঁর খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ।
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাবের মতো বিভিন্ন রাজ্যে সুশীলকে দেখা গিয়েছে বলে জানা যায়। কিন্তু কিছুতেই ধরা যাচ্ছিল না তাঁকে। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। সংবাদ সংস্থা এএনআই রবিবার সকালে জানায়, দিল্লি পুলিশের এক সিনিয়র অধিকর্তা বলেছেন, “পঞ্জাবে পুলিশের একটি দল রয়েছে। সুশীলকে এখনও গ্রেফতার করা যায়নি।” এএনআই পরে আবার জানায়, নিরজ ঠাকুর (বিশেষ সিপি-বিশেষ সেল) বলেছেন, “অলিম্পিক্স পদকজয়ী সুশীল কুমারকে গ্রেফতার করেছে বিশেষ দল।” সেই সঙ্গে সুশীলের এক সহকারী অজয় কুমারকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।