Commonwealth Games 2022

CWG 2022: সাত গোল মানতে পারছেন না, ভারতীয় হকি দলের ‘প্রাণশক্তিহীন’ খেলায় বিরক্ত কোচ

ফাইনালে ছেলেদের মধ্যে কোনও প্রাণশক্তিই দেখতে পাননি রিড। মেনে নিয়েছেন ভারতীয় দল কোনও বিভাগেই অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৯:১৫
Share:

ফাইনালে ধরাশায়ী ভারতীয় দল। ছবি: টুইটার।

কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ০-৭ গোলে হার মেনে নিতে পারছেন না ভারতীয় হকি দলের কোচ গ্রাহাম রিড। হরমনপ্রীত সিংহ, মনপ্রীত সিংহদের খেলায় অত্যন্ত বিরক্ত তিনি। অজি কোচ ফাইনালে ছেলেদের মধ্যে কোনও প্রাণশক্তি দেখতে পাননি।

Advertisement

রিডের আশা ছিল, তাঁর নিজের দেশের বিরুদ্ধে সোনার পদকের জন্য তুল্যমূল্য লড়াই করবে ছাত্ররা। অথচ বার্মিংহামের ফাইনালে কার্যত আত্মসমর্পণ করেছেন তাঁর ছেলেরা। দলের খেলায় হতাশ রিড। মেনে নিয়েছেন, ভারতীয় দল কোনও বিভাগেই অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেনি। রিড বলেছেন, ‘‘প্রাণশক্তি বলে একটা বিষয় হয়। দুর্ভাগ্যজনক ভাবে ফাইনালে দলের কারও মধ্যেই সেটা দেখতে পেলাম না।’’

জিততে না পারলেও এত বড় ব্যবধানে হার কেন টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীদের? রিড বলেছেন, ‘‘কখনও কখনও এমন হতে পারে। তবে আমরা একদমই খেলতে পারিনি। এটাই আমাকে বেশি হতাশ করেছে। আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, পরিকল্পনা করেছিলাম— সে সবের কিছুই করতে পারিনি। এটা অত্যন্ত হতাশার। আমরা ম্যাচে কোনও সময়ই বিপক্ষের উপর চাপ তৈরি করতে পারিনি।’’

Advertisement

রিড নিজে অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়া দলের মানসিকতা তাঁর অজানা নয়। ফাইনালের মতো ম্যাচ হলে শুরু থেকেই বিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়াই থাকে লক্ষ্য। ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘আমরা কিছুই করতে পারিনি। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে এক বারও জিততে পারিনি। ফাইনালে ভাল কিছু করতে হলে এই ছোট লড়াইগুলো জিততে হয়। প্রতিটা ছোট লড়াই জেতা গুরুত্বপূর্ণ।’’

ফাইনালের মতো ম্যাচ চাপ নিয়েই জিততে হয়। তা নিয়ে রিড বলেছেন, ‘‘বড় মঞ্চে চাপ তো থাকবেই। সব সময়ই থাকে। ছেলেদের বলেছিলাম সেরা খেলাটা খেলতে। যাতে ইতিহাস ওদের মনে রাখে। যাতে ওরা সমৃদ্ধ হতে পারে। কিন্তু কিছুই হল না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement