Hockey India

CWG 2022: প্রায় এক ডজন গোল! ঘানাকে উড়িয়ে দিয়ে কমনওয়েলথ শুরু ভারতের হকি দলের

ঘানাকে ১১-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারত। মনপ্রীতদের সামনে দাঁড়াতেই পারল না ঘানা। ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ২২:২৩
Share:

—ফাইল চিত্র

ঘানার বিরুদ্ধে ভারতের হকি দলের দাপট দেখানোর কথা ছিল। রবিবার সেটাই করলেন মনপ্রীত সিংহরা। বিপক্ষের রক্ষণভাগকে নিয়ে ছিনিমিনি খেলল ভারতের পুরুষ হকি দল। কমনওয়েলথ গেমসে রবিবারই প্রথম খেলতে নেমেছিলেন মনপ্রীতরা। সেই ম্যাচে ঘানাকে গোলের মালা পরালেন তাঁরা। ভারত জিতল ১১-০ গোলে।

Advertisement

শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ভারতের হাতে। প্রথম কোয়ার্টারে ভারত তিন গোল দেয়। পরের কোয়ার্টারে দেয় দু’গোল। তৃতীয় কোয়ার্টারে চার গোল দেন হরমনপ্রীত সিংহরা। শেষ কোয়ার্টারে ফের দু’গোল দেন তাঁরা। ভারতের হয়ে গোল করেন অভিষেক, মনদীপ সিংহ, হরমনপ্রীত (তিনটি), নীলকান্ত শর্মা, শামশের সিংহ, বরুণ কুমার, আকাশদীপ সিংহে এবং যুগরাজ সিংহ (দু’টি)।

কমনওয়েলথ গেমসে গ্রুপ বি-তে রয়েছে ভারত। ঘানা ছাড়াও এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, কানাডা এবং ওয়েলস। ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। সোমবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে হবে সেই ম্যাচ। কানাডার বিরুদ্ধে ম্যাচ বুধবার। সেই ম্যাচ হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টায়। ওয়েলসের বিরুদ্ধে ভারত খেলবে বৃহস্পতিবার। সেই ম্যাচও ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টায়।

Advertisement

গ্রুপ বি-র অন্য ম্যাচে রবিবার ইংল্যান্ড ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ওয়েলসকে। এর আগে ঘানাকে ছ’গোল দিয়েছিল ইংরেজরা। ওয়েলসের কাছে কানাডা হেরে গিয়েছে ১-৫ গোলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement