কমনওয়েলথে ভাল ছন্দে মণিকা বাত্রারা ফাইল চিত্র
কমনওয়েলথ গেমসে ভাল ছন্দে ভারতের টেবিল টেনিস দল। প্রথম রাউন্ডে বার্বাডোজকে হারানোর পরে দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুরকে সহজে হারিয়েছে পুরুষদের টেবিল টেনিস দল। অন্য দিকে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরে ফিজিকে দ্বিতীয় রাউন্ডে হারিয়েছে ভারতের মহিলাদের টেবিল টেনিস দল।
সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচে শাও ফেং এথান পো ও চিউ ঝে ইউকে ১১-৫, ১১-৫ গেমে হারান হরমিত দেশাই ও জি সাথিয়ান জুটি। পরের ম্যাচে শরথ কমল ১১-৮, ১১-৯, ১১-৯ গেমে হারান প্যাং ইউ এন কোয়েনকে। তৃতীয় ম্যাচে সাথিয়ান ১১-৭, ১১-৫, ১১-৮ গেমে চিউ ঝে ইউকে হারিয়ে ভারতকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।
মহিলাদের খেলায় ফিজিকে ৩-০ ব্যবধানে হারায় ভারত। প্রথম ম্যাচে ডাবলস জুটি দিয়া চিতালে ও শ্রীজা আকুলা ১১-৮, ১১-৩, ১১-৫ গেমে জেতেন। দ্বিতীয় ম্যাচে দাপট দেখান মণিকা বাত্রা। ১১-২, ১১-৪, ১১-২ গেমে ম্যাচ জেতেন তিনি। তৃতীয় ম্যাচ ১১-৭, ১১-১, ১১-২ গেমে জিতে ভারতকে ৩-০ এগিয়ে দেন শ্রীজা।
সাঁতারে ভারতকে পদক জয়ের আশা দেখাচ্ছেন শ্রীহরি নটরাজ। পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে উঠেছেন তিনি। হিটে সপ্তম স্থানে শেষ করেন শ্রীহরি। সময় নেন ৫৪.৫৫ সেকেন্ড। রবিবার ফাইনালে নামবেন তিনি।
স্কোয়াশে জয় দিয়ে শুরু করেছেন অনাহত সিংহ। এ বারের কমনওয়েলথ গেমসে ভারতের সব থেকে কমবয়সি প্রতিযোগী ১৪ বছরের অনাহত। তিনি মহিলাদের রাউন্ড অব ৬৪-তে সেন্ট ভিনসেন্টের জাডা রসকে ১১-৫, ১১-২, ১১-০ গেমে হারান। ম্যাচ শেষে অনাহত বলেন, ‘‘এটাই আমার প্রথম সিনিয়র স্তরের প্রতিযোগিতা। পরিবারের অনেকে এসেছে। তারা গ্যালারি থেকে উৎসাহ দিয়েছে।’’
জিমন্যাস্টিক্সে প্রথম দিন খুব একটা ভাল খেলতে পারেননি ভারতীয় ক্রীড়াবিদরা। একমাত্র যোগেশ্বর সিংহ অল-অ্যারাউন্ড ফাইনালে উঠেছেন। তাঁর সতীর্থ সইফ তাম্বোলি ও সত্যজিৎ মণ্ডল ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন।