সঙ্কেতদের সাফল্যের দিনে মুখ পোড়ালেন ম্যানেজার। ছবি পিটিআই
শনিবার ভারোত্তোলনে দু’টি পদক এসেছে ভারতের ঘরে। আর সে দিনই বিতর্কে জড়িয়ে দেশকে লজ্জায় ফেলেছেন ভারোত্তোলন দলের ম্যানেজার পরদীপ শর্মা। জানা গিয়েছে, এক গাড়িচালকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনি। সঙ্গে সঙ্গে আয়োজকদের তরফে ই-মেল করে ভারতীয় দলকে সতর্ক করা হয়। ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি অনিল খান্নাও ব্যবস্থা নিতে দেরি করেননি। সতর্ক করে দিয়েছেন পরদীপকে।
কমনওয়েলথ গেমসের রিলেশন্স ম্যানেজার গিনা ডসনের ই-মেল অনুযায়ী, পরদীপ এক গাড়িচালককে একটি বিশেষ জায়গায় যাওয়ার নির্দেশ দেন। ওই গাড়িচালক তা মানতে না চাওয়ায় খারাপ ব্যবহার করেন। ডসন তাঁর ই-মেলে জানিয়েছেন, পরদীপ যে জায়গায় যেতে চেয়েছিলেন সেখানে কোনও দলের কর্তাদের যাওয়ার অনুমতি নেই। অবশ্য ভিলেজের অন্যত্র বা অন্য কোনও স্টেডিয়ামে যেতে চাইলে নিজের বৈধ পরিচয়পত্র দেখিয়ে যাওয়া যাবে।
ডসন আরও লিখেছেন, “কোথায় কোথায় যাওয়া যাবে, তার তালিকা প্রত্যেককে দেওয়া হয়েছে। আমাদের গাড়িচালকরা ট্যাক্সি পরিষেবা দেন না যে, যেখানে ইচ্ছে তাদের নিয়ে যাওয়া যাবে। আমাদের অনুরোধ, গেমসের সঙ্গে জড়িত কর্মীদের সঙ্গে আপনাদের দেশের কর্তারা ভাল ব্যবহার করুক।”
অনিল সঙ্গে সঙ্গে সতর্ক করে দেন পরদীপকে। তিনি লিখেছেন, “এখানে আমরা প্রত্যেকে দেশের প্রতিনিধি। আশা করি এর পর থেকে আপনি কোনও খারাপ আচরণ করবেন না এবং নিয়মের মধ্যে থেকে কাজ করবেন। যাদের সঙ্গেই আমরা দেখা করি, প্রত্যেকের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে।”