লভলিনা বরগোহাঁই ফাইল ছবি
কমনওয়েলথ গেমস ভিলেজে ঢোকার অনুমতি আগেই পেয়েছিলেন বক্সার লভলিনা বরগোঁহাইয়ের কোচ সন্ধ্যা গুরুং। তবে সমস্যা দেখা দিয়েছিল থাকার জায়গা নিয়েই। বুধবার সেই সমস্যাও মিটে গেল। বক্সিং দলের প্রধান কোচ ভাস্কর ভট্ট নিজের ঘর ছেড়ে দিলেন সন্ধ্যাকে। ভিলেজের কাছাকাছি একটি হোটেলে গিয়ে উঠেছেন তিনি।
সংবাদ সংস্থাকে ভট্ট বলেছেন, “ভিলেজ থেকে ১০ মিনিট দূরত্বের একটি হোটেলে গিয়ে উঠেছি আমি। নিজে থেকেই ঘর ছেড়ে দিয়েছি। আসলে এটা আমাদের নিজেদের সমস্যা। তাই নিজেদের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে নেওয়া ভাল।”
গত বছর মহিলা দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ভট্ট। তিনি বক্সিংয়ের স্টেডিয়াম বা ভিলেজ সব জায়গাতেই যেতে পারবেন। তাই কোনও সমস্যা হবে বলে মনে করছেন না। ভট্টের কোচিংয়ে মে মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলা দল একটি সোনা-সহ তিনটি পদক নিয়ে ফিরেছিল।
গত সোমবার লভলিনা অভিযোগ করেছিলেন, তাঁর কোচকে গেমস ভিলেজে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। এতে তাঁর অনুশীলনে ব্যাপক প্রভাব পড়েছে। নেটমাধ্যমে লম্বা পোস্ট লিখে তিনি অভিযোগ জানানোর পরেই তড়িঘড়ি তাঁর কোচের অ্যাক্রেডিটেশনের ব্যবস্থা করা হয়।