News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৮

কুস্তিগিরদের আন্দোলন। কুস্তিগিরদের সমর্থনে কলকাতায় খেলোয়াড়দের মিছিল। ‘কালীঘাটের কাকু’কে আদালতে হাজির করাবে ইডি। সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে নবান্নে মমতার বৈঠক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ০৭:১০
Share:

কুস্তিগিরদের আন্দোলন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ছবি: পিটিআই।

কুস্তিগিরদের আন্দোলন

Advertisement

কুস্তিগিরদের আন্দোলন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। দেশের সেরা কুস্তিগির সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও বিনেশ ফোগাটদের সঙ্গে যা ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহলে নিন্দা শুরু হয়েছে। আজ, বুধবার এই পরিস্থিতির দিকে নজর থাকবে।

কুস্তিগিরদের সমর্থনে কলকাতায় খেলোয়াড়দের মিছিল

Advertisement

দিল্লিতে কুস্তিগিরদের আন্দোলনের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুস্তিগিরদের আন্দোলনকে সমর্থন করে কলকাতায় খেলোয়াড়দের মিছিল করার কথা জানিয়েছেন তিনি। আজ শহরে রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল হবে। নজর থাকবে এই খবরের দিকে।

‘কালীঘাটের কাকু’কে আদালতে হাজির করাবে ইডি

মঙ্গলবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর 'কালীঘাটের কাকু’কে গ্রেফতার করেছে ইডি। আজ তাঁকে আদালতে হাজির করাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশের দিকে নজর থাকবে।

সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে নবান্নে মমতার বৈঠক

আজ রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে। দুপুর ১টা নাগাদ এই বৈঠকটি হওয়ার কথা। এই বৈঠকের নির্যাসের দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পূর্ব মেদিনীপুরে ‘জনসংযোগ যাত্রা’য় অভিষেক

আজ পূর্ব মেদিনীপুরে ‘জনসংযোগ যাত্রা’ রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুপুর নাগাদ এই কর্মসূচিটি শুরু হওয়ার কথা। আজ নজর থাকবে এই খবরের দিকে।

ফরাসি ওপেন

রবিবার থেকে শুরু হয়েছে ফরাসি ওপেন। এ বারের প্রতিযোগিতা আগের থেকে অনেকটাই আলাদা। কারণ, ফরাসি ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল। এ ছাড়া প্রাক্তন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ এবং গারবিনে মুগুরুজা খেলবেন না। ফলে এ বারের ফরাসি ওপেনে নজর কাড়তে পারেন নতুনরা। নজর থাকবে এই খেলার দিকে।

রাজ্যের আবহাওয়া কেমন?

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে। বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে

টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত

টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে। এই অবস্থায় তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement