News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

ভারত-নিউ জ়িল্যান্ড তৃতীয় টি২০। হাই কোর্টে আইআইটি ছাত্র খুনের মামলার শুনানি। বিশ্বকাপ ফুটবলের খবর। শুভেন্দুর বিরুদ্ধে কুণালের মামলার শুনানি হাই কোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ০৭:০০
Share:

মঙ্গলবার নামবেন মেসি? ছবি সংগৃহীত।

ভারত-নিউজ়িল্যান্ড তৃতীয় টি২০

Advertisement

বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে অবশ্য ভারত জিতেছে। সিরিজ় বাঁচাতে পরের ম্যাচটি জিততেই হবে নিউজ়িল্যান্ডকে। সে দিকে নজর থাকবে।

বিশ্বকাপ ফুটবল

Advertisement

জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ। মঙ্গলবার মোট চারটি ম্যাচ রয়েছে— আর্জেন্টিনা বনাম সৌদি আরব, ডেনমার্ক বনাম তিউনিসিয়া, মেক্সিকো বনাম পোল্যান্ড, ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া।

বিধানসভার শীতকালীন অধিবেশন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়ে সরগরম বিধানসভার অধিবেশন। অখিলকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি তুলেছে বিজেপি। উল্টো দিকে, রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর দাবিতে পাল্টা সরব তৃণমূল। মঙ্গলবারও তার রেশ থাকে কি না, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

হাই কোর্টে আইআইটি ছাত্র খুনের মামলার শুনানি

আইআইটির তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জ়ান আহমেদের পচাগলা দেহ পাওয়া গিয়েছিল হস্টেলের ঘরে। সেই অপমৃত্যুর নিরপেক্ষ তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় তাঁর পরিবার। ইতিমধ্যেই সেই ঘটনার রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। মঙ্গলবার ওই মামলার শুনানি রয়েছে উচ্চ আদালতে। সে দিকে নজর থাকবে।

শুভেন্দুর বিরুদ্ধে কুণালের মামলার শুনানি

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেই মামলায় আগের শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি নির্দেশ দেন, যত দিন পর্যন্ত উচ্চ আদালতে মামলাটি চলবে, তত দিন নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না শুভেন্দুকে। হাই কোর্টের এই নির্দেশ বহাল থাকে কি না, সে দিকে নজর থাকবে মঙ্গলবার।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তৃতীয় এক দিনের ম্যাচ

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এক দিনের ক্রিকেটে একেবারেই ছন্দে নেই ইংল্যান্ড। গত শনিবার অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় এক দিনের ম্যাচেও হেরে গিয়েছে তারা। মঙ্গলবার সিরিজ়ের তৃতীয় ম্যাচ। সকাল ৮টা ৫০ নাগাদ শুরু হবে। সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement