News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলির জন্মদিন। জ্যোতিপ্রিয় এবং ইডি-তদন্ত। ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি। সিপিএমের বর্ধিত অধিবেশনের শেষ দিন। ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পরিস্থিতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ০৭:১৭
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

Advertisement

আজ ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। দু’দল যে ফর্মে রয়েছে তাতে এই ম্যাচকেই অনেকে বলছেন এ বারের বিশ্বকাপের ফাইনাল। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার লড়াই রোহিত শর্মা ও তেম্বা বাভুমার দলের। রবিবার কী হবে ইডেনে? এই ম্যাচ দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।

বিরাট কোহলির জন্মদিন

Advertisement

আজ বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। আজই কলকাতায় বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন বিরাট। জন্মদিন পালনের জন্য নানা পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা করা সম্ভব হচ্ছে না ইডেনে। তবু কলকাতা তৈরি।

জ্যোতিপ্রিয় এবং ইডি-তদন্ত

রেশন দুর্নীতি নিয়ে কী বলবেন জ্যোতিপ্রিয় মল্লিক সোমবার, সে দিকেই তাকিয়ে তাঁর দল তৃণমূল। এই আবহে শনিবার রেশন দুর্নীতিকাণ্ডে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এ বার উত্তর ২৪ পরগনার খড়দহের রহড়াতেও হানা দিলেন তাঁরা। ইডি সূত্রে খবর, রহড়ার বাসিন্দা তাপস বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়েছে। আজ এই খবরের দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

গাজ়ায় আক্রমণের মাত্রা ক্রমশ বাড়িয়ে চলেছে ইজ়রায়েল। শনিবার সকালে আকাশপথে অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে ইজ়রায়েলি ফৌজ বোমা ফেলেছে বলে অভিযোগ। প্যালেস্তিনীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০-এর কাছাকাছি। ইজ়রায়েলের উদ্দেশে পালটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠন হামাসও। আগামী কয়েক দিনে গাজ়া ভূখণ্ড আরও অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিপিএমের বর্ধিত অধিবেশনের শেষ দিন

আজ শেষ হচ্ছে সিপিএম রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। শেষ দিনে রাজ্য কমিটিতে কয়েক জনকে অন্তর্ভুক্ত করতে পারেন মহম্মদ সেলিমরা। সব ঠিক থাকলে বদল করা হতে পারে রাজ্য সিপিএমের প্রভাতী দৈনিকের সম্পাদকও। তা ছাড়া লোকসভা ভোটে সিপিএম কোন কোন আসনকে পাখির চোখ করে লড়বে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পরিস্থিতি

নেপালের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার বিকেলে সে দেশের পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫৭ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। তবে উদ্ধারকাজ শেষ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে নেপাল সেনা এবং নেপাল পুলিশের তত্ত্বাবধানে উদ্ধারকাজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement