বরখাস্ত সুব্রত

ফুটবলারদের সঙ্গে কোচের সম্পর্ক ঠিক রাখার জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল বিধায়ক-ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৯ ০৪:৪২
Share:

মঙ্গলবার মহমেডান কর্মসমিতির জরুরি সভার পরে এই সিদ্ধান্ত নিলেন সাদা-কালো কর্তারা।

পাঁচ ম্যাচ খেলার পরেই চাকরি গেল সুব্রত ভট্টাচার্যের। মঙ্গলবার মহমেডান কর্মসমিতির জরুরি সভার পরে এই সিদ্ধান্ত নিলেন সাদা-কালো কর্তারা। নতুন কোচ হলেন অনূর্ধ্ব-১৯ দলের নাইজিরীয় কোচ সৈয়দ রোমান। সুব্রতর জায়গায় যে কোচ হিসেবে রোমানই আসতে পারেন, তা একমাত্র আনন্দবাজারেই মঙ্গলবার প্রকাশিত হয়েছিল। ফুটবলারদের সঙ্গে কোচের সম্পর্ক ঠিক রাখার জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল বিধায়ক-ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে। যিনি আবার ক্লাবের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানও। আজ বুধবার থেকেই দল নিয়ে নেমে পড়ছেন দীপেন্দু।

সভার পরেই বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেওয়া হয় সুব্রতর বাড়িতে। সেই চিঠি রাত পর্যন্ত হাতে না পেলেও দু’বার মোহনবাগানকে আই লিগ দেওয়া কোচ বলে দিলেন, ‘‘মহমেডানের পোষাচ্ছে না, তাই রাখেনি। আমার কী বলার আছে। আমাকে তো মোহনবাগানও তাড়িয়েছিল। মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। দুটো হেরেছি। কেউ বলতে পারবে না ব্যর্থ হয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement