Lionel Messi

বার্সা শীর্ষ কর্তার বিরুদ্ধে অনাস্থা ভোটের অভিযান

আগামী বছর নির্বাচনের আগেই দায়িত্ব থেকে সরতে হতে পারে বার্সা প্রেসিডেন্টকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:২৪
Share:

প্রত্যাবর্তন: পুরনো সেই ছোঁয়া। ফের বার্সেলোনার অনুশীলনে মেসি।

বার্সেলোনা ছাড়ার ইচ্ছা জানানোর সময়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন লিয়োনেল মেসি। মেসির ক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকা বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বিরুদ্ধে এ বার অনাস্থা প্রস্তাব আনতে সক্রিয় হয়েছেন ক্লাব সদস্যদের একটি বড় অংশ। বার্সা সদস্যদের মধ্যে সই সংগ্রহ করে জনমত তৈরি করছেন তাঁরা। এই অভিযান সফল হলে আগামী বছর নির্বাচনের আগেই দায়িত্ব থেকে সরতে হতে পারে বার্সা প্রেসিডেন্টকে।

Advertisement

বার্তোমেউয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য সই সংগ্রহের এই উদ্যোগ নিয়েছেন ভিক্তর ফন্ত, জর্ডি ফেরে ও লুইস ফের্নান্দেস-আলার মতো ক্লাবের শীর্ষস্থানীয় কর্তারা। যাঁরা আগামী বছর নির্বাচনে অংশ নিতে পারেন। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যেই বার্তোমেউয়ের বিরুদ্ধে ৭৫০০ জন সদস্যের সই সংগ্রহ করেছেন। ১৭ সেপ্টেম্বরের মধ্যে ১৬,৫২০ জন সদস্যের সই সংগ্রহ করা গেলেই বার্সা প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বার্সা ২-৮ ফলে পর্যুদস্ত হওয়ার পর থেকেই ক্লাবে পরিবর্তনের ডাক দিচ্ছেন অনেকে। আগামী বছর মার্চ মাসে ক্লাবের নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে মেসি বার্সা ছেড়ে চলে যাওয়ার কথা ঘোষণা করায়। ক্লাবের সব চেয়ে জনপ্রিয় ফুটবলার সরাসরি বলে দিয়েছেন, বার্তোমেউয়ের নানা সিদ্ধান্তেই তিনি প্রসন্ন নন।

মেসি জানিয়েছেন, চলতি মরসুমে বার্সেলোনাতেই খেলবেন তিনি। কিন্তু সেই ঘোষণা যে বাধ্য হয়েই করতে হয়েছে, তা গোপন করেননি তিনি। বলে দিয়েছেন, ৭০০ মিলিয়ন ইউরো দিয়ে ক্লাব ছাড়া অসম্ভব। ‘‘আমি থাকছি কারণ, প্রেসিডেন্ট জানিয়েছেন, একমাত্র ৭০০ মিলিয়ন ইউরো দিয়েই যেতে পারি আমি। আইনি লড়াইয়ে যেতে চাই না কারণ, বার্সা আমাকে অনেক কিছু দিয়েছে,’’ বলেছিলেন তিনি। ক্লাবের অনুশীলনে ফিরে এসেছেন মেসি। কিন্তু বার্সা-বিতর্ক সহজে থামছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement