কান্নায় ভেঙ্গে পড়েছেন ফুটবলাররা নিজস্ব চিত্র
ইউরো কাপের ম্যাচের ৪৩ মিনিটের মাথায় মাঠের মধ্যে অচেতন হয়ে পড়েন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। তবে এখন কিছুটা ভাল আছেন তিনি। মাঠেই সিপিআর দেওয়া হয় তাঁকে। এরপর জ্ঞান ফেরে ইন্টার মিলানে খেলা এই মিডফিল্ডারের। সজ্ঞানেই মাঠ ছেড়েছেন তিনি। তাঁর সুস্থতার খবর আসার পর ডেনমার্ক ও ফিনল্যান্ডের ফুটবলাররা আবার ম্যাচ খেলতে রাজি হন।
মাঠ থেকে ৫০০ মিটার দূরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরিকসেনকে। তাঁর বাবার সঙ্গে কথা বলে এরিকসনের এজেন্ট মার্টিন স্কুটস জানান, ‘‘কথা বলতে পারছেন এরিকসেন’’।
ডেনমার্কের ফুটবল ফেডারেশনের তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘আপাতত ভাল আছেন এরিকসেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সেখানে ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন।’’ জরুরি পরিস্থিতির কারণে দুই দলের ম্যানেজারের সঙ্গে আলোচনায় বসেছিলেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ম্যাচ কমিশনার। ম্যাচ বেশ কিছুটা সময় স্থগিত থাকলেও তখনই জানানো হয় বাতিল হচ্ছে না এই ম্যাচ।