ইরানিতে সেঞ্চুরি

চিরাগ গাঁধীর (১৩৬ ন.আ) সেঞ্চুরির সুবাদে ইরানি ট্রফিতে প্রথম দিনের শেষে গুজরাত ৩০০-৮। অবশিষ্ট ভারতের হয়ে চার উইকেট সিদ্ধার্থ কওলের (৪-৭৩)।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০৩:১১
Share:

চিরাগ গাঁধীর (১৩৬ ন.আ) সেঞ্চুরির সুবাদে ইরানি ট্রফিতে প্রথম দিনের শেষে গুজরাত ৩০০-৮। অবশিষ্ট ভারতের হয়ে চার উইকেট সিদ্ধার্থ কওলের (৪-৭৩)। তিন উইকেট নিয়েছেন পঙ্কজ সিংহ (৩-৭৭)। চিরাগের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি রঞ্জি চ্যাম্পিয়ন গুজরাতকে বিপদ থেকে বাঁচাল। ব্রেবোর্ন স্টেডিয়ামে চিরাগ ছাড়া কেউ রান পাননি। ক্যাপ্টেন পার্থিব পটেল (১১) দ্রুত ফিরে যাওয়ার পর লাঞ্চে গুজরাত ৮১-৩ হয়ে গিয়েছিল। ১৫৯ বলে ১৮টা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারির ইনিংসে ত্রাতা হয়ে ওঠেন ২৬ বছরের চিরাগ। চোট সারিয়ে অবশিষ্ট ভারতের হয়ে নামা ঋদ্ধিমান সাহা এ দিন দুটি ক্যাচ নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement