—ফাইল চিত্র
বাংলার দেহসৌষ্ঠবে শোকের ছায়া। বিখ্যাত বডিবিল্ডার গণেশ বাহাদুর গিরি রবিবার প্রয়াত হলেন। গনু গিরি নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। ৯০ বছর বয়সে মৃত্যু হল তাঁর। এই বডিবিল্ডারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দার্জিলিংয়ের মানুষ ছিলেন গণেশ। দেহসৌষ্ঠব ছাড়ার পরে প্রশাসনে আসেন। ওয়ার্ল্ড বডি বিল্ডিং ফেডারেশনের বিচারক ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গরত্ন’ সম্মানে ভূষিত করেছিল। মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লেখেন, ‘তাঁর প্রয়াণে রাজ্যের দেহসৌষ্ঠব গঠনের পরম্পরার অপূরণীয় ক্ষতি হল। আমি গণেশ বাহাদুর গিরির আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’