Chennaiyin FC

ফাইনালে যাওয়াই কঠিন গোয়ার

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে শুক্রবার সাংবাদিক সম্মেলন করতে এসে  লিগের পরে কেন প্লে অফের নিয়ম রাখা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এটিকে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ০৩:২৪
Share:

জয়ের পর চেন্নাইয়ান এফসি-র খেলোয়াড়রা। ছবি: পিটিআই।

চেন্নাইয়িন ৪

Advertisement

এফ সি গোয়া ১

চমকপ্রদ ঘটনা ঘটিয়ে ফেলল চেন্নাইয়ান এফসি। শনিবার ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে তারা বিধ্বস্ত করল লিগ চ্যাম্পিয়ন এফসি গোয়াকে, গ্রুপ লিগে যা হয়নি। এর ফলে লিগে চার নম্বর হয়ে প্লে অফে ওঠা আওয়েন কোয়েলের দলের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই নিশ্চিত হয়ে গেল। পরিস্থিতি যা, তাতে ক্লিফোর্ড মিরান্ডার দলকে ফাইনালে যেতে হলে ঘরের মাঠে আগামী ৭ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে কোনও গোল না খেয়ে ৩-০ ব্যবধানে জিততেই হবে। যা হওয়া কঠিন।

Advertisement

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে শুক্রবার সাংবাদিক সম্মেলন করতে এসে লিগের পরে কেন প্লে অফের নিয়ম রাখা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এটিকে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। তাঁর বক্তব্য ছিল, লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেও যে কোনও দল নক-আউট ম্যাচে হেরে যেতে পারে। ১৮ ম্যাচে যে দল সেরা, তারা একটি ম্যাচের খারাপ খেলার জন্য কেন ছিটকে যাবে? প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালের পরে মনে হচ্ছে, হাবাসের আশঙ্কা সত্যি হতে চলেছে। ১৮ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে থেকে এশিয়ার সেরা লিগে খেলার সুযোগ পেয়েছে এফসি গোয়া। প্লে অফের প্রথম পর্বের ম্যাচে সেই দলই বিধ্বস্ত হল চার নম্বর দল চেন্নাইয়িন এফসি-র কাছে। চেন্নাইয়ের পক্ষে লুসিয়ান গোয়ান, অনিরুদ্ধ থাপা, এল সাবিয়া, লালানজুয়ালা চাংতে গোল করেন। দ্বিতীয়ার্ধের গোড়ার দিকে লুসিয়ান প্রথমে চেন্নাইয়িনকে এগিয়ে দিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই অনিরুদ্ধ, সাবিয়া ও লালানজুয়ালা ৪-০ এগিয়ে দিয়ে ম্যাচ প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোয়ার সেভিয়ার গামা গোল করে ব্যবধান কমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement