বুধ-সন্ধ্যায় সিন্ধু-সাইনা মেগা লড়াই কার্যত পুরোটাই দুই মহারথীর সম্মান রক্ষার লড়াই দাঁড়িয়ে গেল। মঙ্গলবার প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের ম্যাচ শেষে যা দাঁড়িয়েছে, সাইনা নেহওয়ালের আওয়াধি ওয়ারিয়র্সের মতোই পিভি সিন্ধুর চেন্নাই স্ম্যাশার্সও সেমিফাইনালের টিকিট পেয়ে গেল। প্রকাশ পাড়ুকোনের শহরের যে কোর্টে বুধবার সাইনা-সিন্ধু লড়াই, এ দিন সেই স্টেডিয়ামে চেন্নাই ৪-১ ম্যাচে মুম্বই রকেটসকে চুরমার করে নক আউট রাউন্ডে উঠেছে। আওয়াধি আগেই সেমিফাইনালে উঠে গিয়েছে। নিটফল, আওয়াধি-চেন্নাই ম্যাচ এখন নিয়মরক্ষার। অলিম্পিক্স রানার্স সিন্ধুর ভক্তেরা আশাবাদী হতে পারেন, সাইনার মুখোমুখি হওয়ার আগে তিনি কোর্ট-পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল থাকলেন এ দিন এখানে খেলার সুবাদে। অন্য দিকে, বিশ্বের প্রাক্তন এক নম্বর সাইনার সমর্থকদের মনে হতে পারে, যে-হেতু বেঙ্গালুরুই তাঁর গত তিন বছরের ট্রেনিং-শহর, সে জন্য পরিস্থিতি সম্পর্কে তিনি বিপক্ষের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। সিন্ধু অবশ্য আজ বিশ্বের তিন নম্বর সুং জি হিউনকে স্ট্রেট গেমে ১১-৮, ১২-১০ হারিয়ে সাইনার মুখোমুখি হওয়ার আগে মানসিক ভাবে তেতে থাকলেন। যদিও এই ম্যাচের আগেই সিন্ধুর চেন্নাই শেষ চারে উঠে গিয়েছিল। দিন কয়েক আগে আওয়াধি-মুম্বই ‘টাই’-এ সাইনাও হারিয়েছিলেন হিউনকে। এবং সেটা নিয়মরক্ষার নয়, ‘লাইভ’ রাবার ছিল। ফলে, এ ক্ষেত্রেও সাইনা-সিন্ধু, দুই তারকার শিবির মনে করতে পারে অবস্থানটা ১-১। দেখার সিন্ধু তাঁর কেরিয়ারে প্রথম সাইনা-বধ করতে পারেন, না সিন্ধুর বিরুদ্ধে সাইনা থেকে যাবেন ‘ক্লিনশিট’?