প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ

সিন্ধুর দাপটে চ্যাম্পিয়ন চেন্নাই

পরপর দু’দিন জোড়া বদলা নিলেন পিভি সিন্ধু। শুক্রবার সাইনা নেহওয়ালকে হারানোর পর শনিবার তিনি জিতলেন সুং জি হিউনের বিরুদ্ধে। বিশ্বের চার নম্বর কোরীয় তারকার কাছে বছর শেষের দুবাই মাস্টার্স ফাইনালসে হেরে গিয়েছিলেন সিন্ধু। তাঁর ফাইনালে ওঠার স্বপ্ন চুরমার হয়েছিল সেই হারে।

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ০২:৩০
Share:

জয়োল্লাস। শনিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

পরপর দু’দিন জোড়া বদলা নিলেন পিভি সিন্ধু। শুক্রবার সাইনা নেহওয়ালকে হারানোর পর শনিবার তিনি জিতলেন সুং জি হিউনের বিরুদ্ধে। বিশ্বের চার নম্বর কোরীয় তারকার কাছে বছর শেষের দুবাই মাস্টার্স ফাইনালসে হেরে গিয়েছিলেন সিন্ধু। তাঁর ফাইনালে ওঠার স্বপ্ন চুরমার হয়েছিল সেই হারে। পিবিএল ফাইনালে অবশ্য মধুর প্রতিশোধটা নিজের আগ্রাসী স্টাইলেই নিলেন ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল। জিতলেন ১১-৮, ১১-৮।

Advertisement

সিন্ধুর দাপটে জয়ের মতোই চেন্নাই স্ম্যাশার্সও ৪-৩ মুম্বই রকেটসকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হল।

সিন্ধুর এই জয় আরও তাৎপর্যের কেন না সুং জি হিউনের সামনে পিবিএলেই দু’বার এঁটে উঠতে পারেননি বিশ্বের দু’নম্বর ক্যারোলিনা মারিন। স্প্যানিশ তারকা আবার সিন্ধু ও সাইনা দু’জনকেই হারিয়েছিলেন পিবিএলে। সেমিফাইনালে মারিনের যে হারের পর ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গিয়েছিল তাঁর দল হায়দরাবাদ হান্টার্সের।

Advertisement

সিন্ধু সাম্রাজ্যে অবশ্য হতাশার কোনও লেশ নেই। জোড়া বদলা তো হলই সঙ্গে জুড়ল চ্যাম্পিয়নের রোশনাইও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement