বার্সেলোনাকে হারাল ল্যাম্পার্ডের চেলসি

প্রথমার্ধে ট্যামি আব্রাহামের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ৩৪ মিনিটে বার্সেলোনার মিডফিল্ডার সের্খিয়ো বুস্কেতস নিজেদের অর্ধে বল বিপন্মুক্ত করতে গিয়ে ভুল করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৪:০২
Share:

বার্সা জার্সিতে অভিষেক। গোল পেলেন না গ্রিজ়ম্যান। —ফাইল চিত্র।

নবাগত বিদেশি আঁতোয়া গ্রিজ়ম্যান খেললেও প্রাক্-মরসুম প্রস্তুতি ম্যাচে চেলসির বিরুদ্ধে জিততে পারল না বার্সেলোনা। মঙ্গলবার জাপানের সাইতামায় আয়োজিত এক প্রদর্শনী ম্যাচে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল জিতল ২-১।

Advertisement

প্রথমার্ধে ট্যামি আব্রাহামের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ৩৪ মিনিটে বার্সেলোনার মিডফিল্ডার সের্খিয়ো বুস্কেতস নিজেদের অর্ধে বল বিপন্মুক্ত করতে গিয়ে ভুল করেন। সেই বল ধরে গোল করেছিলেন আব্রাহাম। শুরুটা আক্রমণাত্মক করলেও গোল খেয়ে কিছুটা নিষ্প্রভ হয়ে গিয়েছিলেন গ্রিজ়ম্যানরা। ৮১ মিনিটে ‘ব্লু আর্মি’-র হয়ে ব্যবধান বাড়ান রস বার্কলে। প্রান্ত থেকে ভেসে আসা বল ধরে গোল করেন তিনি।

সংযুক্ত সময়ে মেসিহীন বার্সেলোনার হয়ে ব্যবধান কমান ইভান রাকিতিচ। তিনি ডানপ্রান্ত থেকে উড়ে আসা ক্রস ধরে জোরালো শটে গোল করেন। দ্বিতীয়ার্ধে বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে কার্লেস পেরেজ়কে নামালে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বার্সা। কিন্তু তাদের প্রয়াস চেলসি রক্ষণ টপকে গোলের দরজা খুলতে পারেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement