ফুরফুরে: প্রিয় জুটি কুল-চার সাক্ষাৎকার নিচ্ছেন রোহিত শর্মা। টুইটার
হায়দরাবাদ ম্যাচের পরে কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহালকে ‘র্যাপিড ফায়ার’ রাউন্ডের মুখে ফেলেছিলেন রোহিত শর্মা। কুল-চা জুটি এবং রোহিতের সেই প্রশ্নোত্তর পর্বের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অবশেষে প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
রোহিত: হায়দরাবাদের সব চেয়ে ভাল জিনিস কী মনে হয় তোমাদের?
চহাল: হায়দরাবাদের বিখ্যাত নিরামিষ বিরিয়ানি।
রোহিত: সে কী, নিরামিষ বিরিয়ানি! তুমি কী নিরামিষাশী হয়ে গিয়েছ নাকি?
চহাল: হ্যাঁ, এখন আমি নিরামিষাশী।
রোহিত: ও আচ্ছা। (কুলদীপের দিকে ফিরে) তুমি কী বলবে?
কুলদীপ: হায়দরাবাদের ক্রিকেট স্টেডিয়াম। এখানেই আমার টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে।
রোহিত: বাহ, ভাল ব্যাপার। এ বার বল, এই ভারতীয় দলে সব চেয়ে খারাপ কে নাচে?
চহাল: শিবম দুবে।
কুলদীপ: হ্যাঁ, শিবম দুবে। আমি ভারতীয় ‘এ’ দলের হয়ে ওর সঙ্গে সফর করেছি। শিবমের নাচ দেখে মনে হয়েছে, ও বাকিদের থেকে পিছিয়েই আছে।
রোহিত: পরের প্রশ্ন, ভারতীয় দলে কার চুলের ছাঁট সব চেয়ে খারাপ বলে মনে হয়?
চহাল: মহম্মদ শামি।
কুলদীপ: ভরত অরুণ স্যর।
রোহিত: তোমাদের যদি বলা হয় দলের কোনও এক জনকে নকল করে দেখাতে, তা হলে কার নকল করবে?
চহাল: (মুখভঙ্গি ও অভিনয় করে দেখিয়ে) কার করছি বল তো?
রোহিত: কার? (কুলদীপ এ বার ইঙ্গিতে দেখালেন স্বয়ং রোহিতের দিকে) আমাকে নকল করছে? তুমি মোটেও ভাল অভিনেতা নও।
কুলদীপ: আমি হলে শামির নকল করতাম। গত বছর অস্ট্রেলিয়ায় যখন টেস্ট ম্যাচ খেলছি, তখনকার ঘটনা। আমাকে অরুণ স্যর বলেন, শামিকে গিয়ে জানাতে রাউন্ড দ্য উইকেটে এসে বাউন্সার না দিয়ে বল ব্যাটসম্যানের কাছাকাছি ফেলতে। যা শোনার পরে শামি বলল, (অভিনয় করে দেখালেন কুলদীপ) ঠিক আছে, করে দেব। কয়েকটা বল করে দেখা যাক।
রোহিত: হ্যাঁ, শামি খুবই আস্তে আস্তে কথা বলে। এ বার শেষ প্রশ্ন। কোন ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করতে চাইবে না তোমরা?
চহাল: (রোহিতের দিকে ফিরে) তোমার বিরুদ্ধে বল করতে চাইব না। কারণ তুমি একবার ২০-২৫ রান করে দেওয়া মানে উইকেটে জমে যাওয়া। আর তখন তোমাকে বল করা খুবই কঠিন কাজ। তোমার হাতে সব রকম শট আছে। সব দিকে শট খেলতে পার।
কুলদীপ: আমি সূর্যকুমার যাদবের বিরুদ্ধে বল করতে চাই না। ঘরোয়া ক্রিকেটে ওর বিরুদ্ধে বল করা
বেশ কঠিন।
রোহিত: হ্যাঁ, সূর্য দারুণ ফর্মে।
সাক্ষাৎকার পর্ব শেষ করে রোহিত যখন দর্শকদের ধন্যবাদ দিচ্ছেন, পাশ থেকে চহাল বলে উঠলেন, ‘‘আমার একটা প্রশ্ন আছে। রোহিত ভাই, তুমি কেন দাড়ি কেটে ফেললে?’’
রোহিতের জবাব, ‘‘আমার মেয়ের দাড়ি একদম পছন্দ নয়। দাড়ি থাকলে ও আমার সঙ্গে খেলা করে না। যে কারণে এই সিদ্ধান্ত। আর কিছু নয়।’’