মহমেডানের জয় কোসির জোড়া গোলে

কলকাতা লিগে প্রথম তিনটি ম্যাচই এ বার ড্র করেছিল মহমেডান। চাপের মুখে কোচ পরিবর্তন করতে বাধ্য হন কর্তারা। এবং কোচ বদলের পরেও জয় অধরা ছিল তীর্থঙ্কর সরকারদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০৪:৩৭
Share:

ফাইল চিত্র।

আর্থার কোসির জোড়া গোলে অবশেষে কলকাতা লিগে জয়ের রাস্তা খুঁজে পেল মহমেডান। শুধু তাই নয়, বৃহস্পতিবার দীপেন্দু বিশ্বাসের দল জিতল যাদের বিরুদ্ধে সেই জর্জ টেলিগ্রাফ লিগে প্রথম হারল এ দিনই। ম্যাচের পর সাদা-কালো দলের টিডি দীপেন্দু বলে দিলেন, ‘‘এই জয়টা দলের জন্য খুবই দরকার ছিল। বৃষ্টির মাঠে এমনিতেই সমস্যা হচ্ছিল। কিন্তু আজ বিরতির সময় আর্থারদের বলেছিলাম, ‘এরিয়াল’ বল খেলতে। তাতেই কাজ হয়েছে।’’

Advertisement

কলকাতা লিগে প্রথম তিনটি ম্যাচই এ বার ড্র করেছিল মহমেডান। চাপের মুখে কোচ পরিবর্তন করতে বাধ্য হন কর্তারা। এবং কোচ বদলের পরেও জয় অধরা ছিল তীর্থঙ্কর সরকারদের। রঞ্জন ভট্টাচার্যের প্রশিক্ষণে থাকা জর্জ টেলিগ্রাফ প্রথম ম্যাচে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। আশা করা গিয়েছিল এ দিন তারা কোসিদের চাপে ফেলবে। কিন্তু তেমন কিছু হয়নি। বৃষ্টির মাঠে বল গড়াচ্ছিল না। বেশ কয়েক জন ফুটবলারকে দেখা যায় কাদামাখা বুট বদলাতে। এই মাঠে উঁচু বল থেকেই গোল হয়। তিনটি গোলের দুটিই হল তাই হেড থেকে। প্রথমার্ধটা দু’দলই গা জোয়ারি ফুটবল খেলল। মহমেডান প্রথম গোল পায় দ্বিতীয়ার্ধে। হেডে গোল করেন কোসি। ছয় মিনিট পর পেনাল্টি থেকে ২-০ করেন আইভরি কোস্টের স্ট্রাইকার। নিজেদের বক্সে বল হাতে লাগিয়েছিলেন জর্জের বাবলু ওঁরাও। জর্জ ২-১ করে ইচের দুর্দান্ত গোলে। নবি হোসেনের তোলা

বলে হেডে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement