চোট থেকে ফিরেই চিন ওপেন জয়ী মারিন

রবিবার চাংঝউয়ে তাই জ়ু ইংয়ের বিরুদ্ধে ১৪-২১, ২১-১৭, ২১-১৮ গেমে জিতলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩১
Share:

প্রত্যাবর্তন: রবিবার চিন ওপেন চ্যাম্পিয়ন মারিন। এএফপি

দুরন্ত প্রত্যাবর্তন অলিম্পিক্স সোনাজয়ী ব্যাডমিন্টন তারকার। চোট সারিয়ে ফিরেই চিন ওপেনে চ্যাম্পিয়ন হলেন ক্যারোলিনা মারিন। রিয়ো অলিম্পিক্সে ভারতের পি ভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতেছিলেন স্প্যানিশ তরুণী। কিন্তু তাঁর ব্যাডমিন্টন জীবন নিয়েই সঙ্কট তৈরি হয়েছিল জানুয়ারিতে ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনালে। লিগামেন্টে চোট পেয়ে আট মাস কোর্টের বাইরে থাকতে হয় তাঁকে। তিনি আর কোর্টে ফিরতে পারবেন কি না তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু সমর্থকদের ভুল প্রমাণ করে চিন ওপেন সেরার ট্রফি নিয়ে ফিরছেন মারিন।

Advertisement

রবিবার চাংঝউয়ে তাই জ়ু ইংয়ের বিরুদ্ধে ১৪-২১, ২১-১৭, ২১-১৮ গেমে জিতলেন তিনি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে শেষ ছয় সাক্ষাৎকারেই হেরেছিলেন মারিন। এ দিন প্রথম গেম হারার পরে তিনিও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। কিন্তু দ্বিতীয় গেমে অসাধারণ ভাবে ম্যাচে ফিরে আসেন মারিন। ম্যাচ শেষে চিন ওপেন চ্যাম্পিয়ন বলেন, ‘‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমি ভীষণ খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement