চিচিপাসকে হারিয়ে উল্লাস আলকারাজ়ের। ছবি: রয়টার্স।
এতটা সহজ জয় পাবেন তা হয়তো ভাবতে পারেননি কার্লোস আলকারাজ়ও। ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন তিনি। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে গ্রিসের স্তেফানোস চিচিপাসকে স্ট্রেট সেটে হারালেন স্পেনের টেনিস তারকা। সেমিফাইনালে আলকারাজ়ের সামলে ইয়ানিক সিনার। সদ্য বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হয়েছেন তিনি।
মঙ্গলবার ফিলিপে শাঁতিয়ের কোর্টে প্রথম থেকেই দাপট দেখান আলকারাজ়। শুরুতেই চিচিপাসের দু’টি সার্ভিস ভেঙে দেন তিনি। পাশাপাশি নিজের প্রথম সার্ভিসের ৮২ শতাংশ কাজে লাগান তিনি। ৬-৩ গেমে প্রথম সেট জেতেন আলকারাজ়।
দ্বিতীয় সেটে অবশ্য লড়াই করেন চিচিপাস। দু’জনেই নিজেদের সার্ভিস ধরে রাখেন। খেলা গড়ায় টাইব্রেকারে। লাল সুরকির কোর্টে আলকারাজ় নিজের অভিজ্ঞতা কাজে লাগান। ৭-৩ পয়েন্টে টাইব্রেকার জিতে ৭-৬ সেট জিতে যান তিনি।
লড়াইয়ে টিকে থাকতে হলে তৃতীয় সেটে জিততেই হত চিচিপাসকে। ৩-৩ পর্যন্ত দু’জনেই নিজেদের সার্ভিস ধরে রাখেন। কিন্তু সপ্তম গেমে চিচিপাসের সার্ভিস ভাঙেন আলকারাজ়। সেখান থেকে আর ফিরতে পারেননি চিচিপাস। ৬-৪ গেমে তৃতীয় সেট জিতে ম্যাচ জিতে যান আলকারাজ়।
সেমিফাইনালে আলকারাজ়ের সামনে ইটালির সিনার। ফরাসি ওপেনে পর পর দু’টি পাঁচ সেটের ম্যাচ খেলার পরে হাঁটুর চোটে নিজের নাম সরিয়ে নিয়েছেন নোভাক জোকোভিচ। সেই কারণে সিনার বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন সিনার। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়েছেন গ্রিগর দিমিত্রভকে।