Car Rally

কলকাতা থেকে জঙ্গলমহল পর্যন্ত কার র‌্যালি শুক্রবার, শ্রদ্ধা জানানো হবে ভারতীয় সেনাকে

ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে শ্রদ্ধা জানাতে একটি কার র‌্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার কলকাতা থেকে জঙ্গলমহল পর্যন্ত সেই র‌্যালি হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ ২০:১৫
Share:

চলতি বছর কলকাতায় ভারতীয় নৌবাহিনী একটি কার র‌্যালি করেছে। এই ধরনেরই র‌্যালি হবে শুক্রবার। ছবি: পিটিআই

কলকাতা থেকে জঙ্গলমহল পর্যন্ত কার র‌্যালির আয়োজন করা হয়েছে শুক্রবার। নাম দেওয়া হয়েছে ‘টাইম স্পিড ডিসট্যান্স’ কার র‌্যালি। ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে শ্রদ্ধা জানানো হবে এই র‌্যালির মাধ্যমে।

Advertisement

শুক্রবার, ৮ ডিসেম্বর দুপুর ২টোয় কলকাতার রবীন্দ্র সরোবরের কাছে ‘রোয়িং ক্লাব’ থেকে শুরু হবে র‌্যালি। সে দিনই রাত সাড়ে ৮টা নাগাদ ঝাড়গ্রাম রাজবাড়িতে পৌঁছবে র‌্যালি। সে দিনের মতো সেখানেই র‌্যালি শেষ হবে।

শনিবার আবার ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে সকাল সাড়়ে ৮টা নাগাদ ফিরতি র‌্যালি শুরু হবে। সেই র‌্যালি কলকাতায় রোয়িং ক্লাবে দুপুর ৩টে নাগাদ শেষ হবে।

Advertisement

ভারতের বিভিন্ন রাজ্যের ২৫ জনের বেশি চালক অংশ নেবেন র‌্যালিতে। ১০ ডিসেম্বর, রবিবার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। সেই অনুষ্ঠান হবে রোয়িং ক্লাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement