Snehashis Ganguly

সুস্থ হয়ে দ্রুত কাজে ফেরা লক্ষ্য স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের

সফলভাবে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হওয়ার পর ভাল আছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সেইজন্য ডাক্তারদের ধন্যবাদও জানালেন বাংলার প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২১:১৩
Share:

ডাক্তারদের ধন্যবাদ জানালেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

সফলভাবে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হওয়ার পর ভাল আছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন সিএবি সচিব। সেইজন্য ডাক্তারদের ধন্যবাদও জানালেন বাংলার প্রাক্তন ক্রিকেটার।

স্নেহাশিস বলেছেন, ‘‘অস্ত্রোপচার সুষ্ঠুভাবে হওয়ার পর আমি বেশ ভাল আছি। সফল অ্যাঞ্জিয়োপ্লাস্টি করার জন্য ডাক্তার আফতাব খান, ডাক্তার সরোজ মন্ডল, ডাক্তার সুব্রত বন্দ্যোপাধ্যায় ও হাসপাতালের অন্যান্য কর্মীদের অনেক ধন্যবাদ। আশা করি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব।’’

সিএবি সচিবের দ্রুত আরোগ্য কামনা করেছেন সভাপতি অভিষেক ডালমিয়া। তিনি বলেন, ‘‘বিকেলে হাসপাতালে যাওয়ার পর স্নেহাশিস দা-র সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা হয়েছে। উনি ভাল আছেন। খুব তাড়াতাড়ি আমরা একসঙ্গে কাজ শুরু করতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement