PV Sindhu

হার দিয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল‌্স অভিযান শুরু করলেন সিন্ধু, শ্রীকান্ত

হার দিয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল‌্স অভিযান শুরু করলেন পি ভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২০:২৪
Share:

এগিয়ে থেকেও প্রথম ম্যাচে হেরে গেলেন সিন্ধু। ফাইল চিত্র

হার দিয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল‌্স অভিযান শুরু করলেন পি ভি সিন্ধু। প্রথম ম্যাচ হেরে এখন বেশ চাপে এই ভারতীয় শাটলার। বুধবার তাঁর প্রতিপক্ষ ছিলেন শীর্ষস্থানে থাকা তাইওয়ানের তাই জু-ইং। প্রথম গেম ২১-১৯ জিতলেও পরের দুটি গেম হেরে যান সিন্ধু। ম্যাচের ফলাফল ২১-১৯, ১২-২১, ১৭-২১।

Advertisement

ম্যাচটা বেশ ভালই শুরু করেছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা সিন্ধু। প্রথম গেম জিতেও যান। তবে এরপর দারুণ কামব্যাক করেন তাইওয়ানের শাটলার। তাঁর আক্রমণের কাছে অসহায় আত্মসমর্পণ করেন সিন্ধু। দ্বিতীয় গেমে ২১-১২ ব্যবধানে উড়ে যাওয়ার পর শেষ গেমে ২১-১৭-তে হারেন ভারতীয় তারকা।

প্রতিযোগিতার সেমিফাইনালে যেতে হলে সিন্ধুকে অন্তত দুটো ম্যাচ জিততেই হবে। তাঁর পরবর্তী দুই প্রতিপক্ষ তাইল্যান্ডের প্রতিযোগী রাতচানক ইন্তানন এবং ও পর্ণপাওই চোচুয়ং।

Advertisement

এদিকে, বিশ্বের তিন নম্বর তারকা ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের কাছে প্রথম ম্যাচে হেরেছেন কিদম্বি শ্রীকান্তও। ফলাফল শ্রীকান্তের বিপক্ষে ১৫-২১, ২১-১৬, ২১-১৮।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement